কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরর কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খানম (৫৪) গত সোমবার গভীর রাতে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়ার পথে খাদ্যে বিষক্রিয়ায় মারা যায়। পিরোজপুর সদর হাসপাতালে তার মা বেগম কাজী (৭৫) ভর্তি রয়েছেন। এছাড়াও একই পরিবারের আরও ৫জন অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, উপজেলার বান্নাকান্দা গ্রামের তার মামার বাড়ি মাকেসহ গত রোববার বেড়াতে যায়। সেখানে রাতে আত্মীয় স্বজন সহ ৬/৭ জন খাবার খেয়ে ঘুমিয়ে পরে এবং সোমবার ভোরের খাবার খাওয়ার পরেই ডাইয়েরিয়া ও বমি ভাব দেখা দেয়। এঅবস্থায় ফারহানা ও তার মা বেগম কাজীকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফারহানা খানমের অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে বারোটায় খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এখনো তার মা পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply