বরগুনা প্রতিনিধি ্॥ বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আদনান অনীক এবং সাধারণ সম্পাদক তানভীর হোসাইনকে ‘সাংগঠনিক নির্দেশ অমান্য’ করার বিষয়ে সংগঠন থেকে কারণ দর্শাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সভাপতি জোবায়ের আদনান অনিক বলেন, নির্দেশনা মেনে তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে তারা জবাব দেবেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে তাদের সশরীরে তিন কার্যদিবসের মধ্য উপস্থিত হয়ে জবাব দিতে হবে। জেলা ছাত্রলীগের দায়িত্বশীল কয়েকজন নেতা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, সভাপতি যোবায়ের আদনান অনিক গোপনে মঠবাড়িয়ার উপজেলার এক ইউপির চেয়ারম্যানের সদ্য এসএসসি পাস মেয়েকে বিয়ে করেছেন। ওই বিয়ের বেশ কিছু ছবি প্রকাশও পেয়েছে। সাধারণ সম্পাদক তানভীর হোসাইনও গোপনে এক পুলিশ কর্মকর্তার মেয়েকে বিয়ে করেছেন বলে গুঞ্জন রয়েছে।
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত ছাত্ররা কমিটিতে থাকতে পারেন না। ২০১৫ সালে সর্বশেষ বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার উপজেলা ও অন্যান্য ইউনিটের বেশকিছু নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকা-ে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ সব বিষয়ে এই দুই নেতাকে ব্যাখ্যা করতে বলা হবে বলে মনে করছেন জেলা ছাত্রলীগের নেতারা।
Leave a Reply