সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা। তিনি বলেন, অপরাধীদের কোনো দেশ নেই, সীমান্তের দুপাশেই তাদের অবস্থান। তবে সীমান্ত হত্যাকে শূন্যে নামিয়ে আনা হবে।
আজ শনিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার সকালে এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনের আজকের পর্বে বিএসএফ মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বিজিবির সঙ্গে আমরা কিছু বিষয়ে সম্মত হয়েছি। সীমান্তে সমন্বিত যৌথ টহল, সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরি, সীমান্তে হত্যা বন্ধ, মাদক, অবৈধ অস্ত্র ও মানবপাচার রোধে আমরা সম্মত হয়েছি।’
এছাড়া ৮ জন বন্দীকে দ্রুত ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ভারত। সীমান্তে যে কোনো ইস্যুতে মানবাধিকারের বিষয়টি প্রাধান্য দেওয়াতে দুই দেশ সম্মত হয়েছে।
Leave a Reply