রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে একই সাথে দুটি ইজিবাইক চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি ফরাজী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হয়ে যাওয়া ইজিবাইকের মালিক উপজেলার বামনকাঠি গ্রামের মৃত. আ: জব্বার ফরাজীর ছেলে ফোরকান ফরাজী জানান, এনজিও থেকে সুদে টাকা উত্তোলন করে ২ টি গাড়ি ক্রয় করা হয়। একটি নিজে চালাতেন অন্যটি ভাড়া দিতেন। এমনি করে কিছুদিন পর আরও দুটি গাড়ি ক্রয় করেন। প্রতিদিনের ন্যায়ে শনিবার রাত ৯ টার দিকে রাস্তায় গাড়ি চালানো শেষে ৪টি গাড়ি (ইজিবাইক) একই জায়গায় একসাথে চার্জে বসিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন।
রাতের কোন এক সময় চোর চক্র ৪টি গাড়ীর ১টি গাড়ী নষ্ট করে ক্যাবল তার ছিরে রেখে নতুন গাড়ী ২টি নিয়ে যায়। গাড়ীর মালিক ফোরকান ফরাজী সকালে এসে নতুন গাড়ি দুটি না দেখে বিভিন্ন জায়গায় খোজ খবর নেন। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply