এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ সদা হাস্য উজ্জ্বল ও সদালাপী মানুষ হিসাবে সোহাগদলের ৫ নং ওয়ার্ডের মধ্যে একটা কদর আছে। সাবেক জনপ্রতিনিধি হয়ে কাজের ও গুনের কল্যানে আজকের অবস্থান। আর হ্যা আমরা বলছিলাম প্রিয় পাঠকদের জন্য প্রয়াত মোঃ আসমত আলীর সুযোগ্য পুত্র প্রবীণ জনপ্রতিনিধি মোঃ আদম আলীর কথা। সোহাগদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বিগত সময় থেকেই সাধারণ মানুষের মধ্যে একটা শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন বিদায় গত নির্বাচনে একটা চমক সৃষ্টি করে সাবেক মেম্বার হয়ে পুনরায় নির্বাচিত হয়। ওয়ার্ডের মধ্যে নারী ভোটারদের সাথে আলাপ করে বহু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। সরেজমিনের একান্ত আলাপ চারিতায় বেশির ভাগ সন্মানিত মহিলা ভোটাররা একবাক্যে গণ মাধ্যম কর্মীদের জানান, আসলে আমাদের প্রিয় মেম্বরের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ থাকব।নিঃসন্দেহে উনি আমাদের সকলের অভিভাবক বলা যায়। তবে কিছু কিছু মেয়েরা সরাসরি নিজেদের পরিচয় গোপন রাখার শর্তে জানান, বর্তমান মেম্বার অত্যন্ত নরম স্বভাবের। তাই শক্ত জনপ্রতিনিধি দরকার আগামীতে । অবশ্য সঠিক নিয়মে আর একটি কথা বললেন, আসলে আমাদের জনপ্রতিনিধির দ্বারা ওয়ার্ডের কেহ ক্ষতিগ্রস্ত হয়নি। অবশ্য এলাকার পুরুষ ভোটাররা নানান কায়দায় নানান রকম মতামত প্রকাশ করেন চুঙ্গা টিভির অক্ষাত ক্যামেরম্যানদের সামনে। নাম না প্রকাশের শর্তে বহু পুরুষ ভোটাররা মিডিয়াকে বলেন, আগামী নির্বাচনে কি হবে তা বলা কিছুটা মুসকিল। তবে প্রবীণ আদম আলীর একটা দারুণ জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। হিঃসা বিহীন একজন পাকাপোক্ত সাদা মনের মানুষ হিসাবে সকলের জন্য একটা আর্শীবাদও বলা যায়। তবে বেশ কিছু কিছু লোকজন ভিন্ন কথা বলেন বর্তমান মেম্বার আদম আলীর বিষয়ে।আসলে আমাদের ৫ নং ওয়ার্ডের মধ্যে বিগত সময় থেকে চলতি সময়ে বর্তমান মেম্বার মোঃ আদম আলী প্রবীণ ব্যাক্তি হিসাবে বেশ দক্ষতার পরিচয় রাখছে। টি আর, কাবিখা সহ বয়স্ক ভাতা, গর্ব কালিন ভাতার বিষয়ে কম বিতর্কিত। ইউনিয়নের অন্য সব ওয়ার্ডের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যে তেমন নেই বললেই চলে। তবে ভিন্ন কথা বলেন বহু সাবেক জনপ্রতিনিধিরা। তারা গণ মাধ্যম কর্মীদের জানান, গত নির্বাচনে কম বেশি বিতর্কিত ছিল। তবে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শ ম রেজাউল করিমের আর্শীবাদে উপজেলার নির্বাচনের মত সুষ্ঠু ও সুন্দর হবে বলে জানান। এ ব্যাপারে বর্তমান জনপ্রতিনিধি মোঃ আদম আলীর সাথে কথা হয় গণ মাধ্যম কর্মীদের। তিনি অকপটে স্বীকার করেন আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে পছন্দ করি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করতে আমি শতভাগ প্রস্তুত। তবে আমার কাজের ধ্যে দোষ গুন থাকতেই পারে। তবে সমাজ সেবায় সকলের মন জয় করা সম্ভব নয়।
Leave a Reply