গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে বেড়েই চলেছে ‘কিশোর গ্যাং’য়ের দৌরাত্ম্য। একের পর এক সন্ত্রাসী র্কমকান্ড চালিয়ে যাচ্ছে তারা। ঝালকাঠি সদর উপজেলার পুরাতন কলাবাগান এলাকায় গতকাল বিকেলে চাঁদা না দেয়ায় ব্যাবসায়ী মিলন মৃধাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত মিলন মৃধা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি পুরাতন কলাবাগান যমুনা তৈল ডিপু এলাকায় রাসেল স্ট্রোরের মালিক মিলন মৃধার উপর তারা এ হামলা চালায়।
এ সময় তারা তার দোকানের এলইডি টিভিসহ মালামাল ভাংচুর করে ও তার দোকানের ক্যাশে থাকা মুরগি বিক্রির নগদ ৯৭ হাজার টাকা নিয়ে যায়। তখন এলাকাবাসি দৌড়ে আসলে কিশোর গ্যাংয়ের প্রধান সৈকত ও সাগরের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘব্ধ দল দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত মিলনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মিলন মৃধা হাসপতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে।
কিশোররা হত্যার উদ্যেশে মিলনের মাথায় রামদা দিয়ে কোপ দেয় ও তার ডান হাতেও একটি কোপ মারে তারা। ঘটনাস্থলে সাথে সাথে ঝালকাঠি সদর থানার এস আই অচিন্ত্য পরিদর্শন করেন।
প্রত্যাক্ষর্দশীরা জানায়, শহরের সবখানইে বহাল আছে তাদের ত্রাসের রাজত্ব। চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধে জড়িত হচ্ছে তারা। ছোটখাটো যেকোনও ইস্যুতেও এই কিশোররা একত্র হয়ে হামলা চালায়। তারপরও তারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
এসব কিশোর অপরাধীদরে আড়াল থেকে কেউ না কেউ মদত দিচেছ বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা মনে করেন, এখনই লাগাম টেনে না ধরলে আগামীতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তারা। বাদীর অভিযোগ সূত্রে পাওয়া, পুরাতন কলাবাগান যমুনা তৈল ডিপু এলাকায় সিনিয়র জুনিয়র নিয়ে কথার কাটাকাটিতে তারা ব্যাবসায়ী মিলন মৃধার উপর হামলা চালায়।
উক্ত ঘটনায় আহত মিলন মৃধার মা, মোসা: রহিমা বেগম(৪২) স্বামী ইলিয়াস মৃৃধা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলো মো.সৈকত (২৮) মো.সাগর (৩২) উভয় পিতা মো.মজনু,মো.সেন্টু (৫৫) পিতা মো.মজিদ হাওলাদার, মো.সাব্বির (১৯) পিতা-মো.সেন্টু,মো.রাসেল (২৩) পিতা.মো.পান্না ও মো.রিফাত(২২) পিতা মো.আব্বাস সর্ব সাং পুরাতন কলাবাগান(বেরীবাদ) থানা ও জেলা ঝালকাঠিসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করা হয়েছে। এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। এব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান জানান,অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply