অহিদ সাইফুল ॥ ঝালকাঠির রাজাপুর গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামে বিধবা পঙ্গু শাহাবানু পেল প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় “জমি আছে ঘর নাই”এর ঘর ও নগদ অর্থ সহায়তা।
গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ শাহাবানুর বাড়ীতে গিয়ে তার হাতে ৫হাজার টাকা তুলে দেন এবং তাকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় “জমি আছে ঘর নাই” প্রধানমন্ত্রীর পক্ষ্যে ঘর দেয়ার ঘোষনা দেন। শাহাবানু প্রায় ২৫ বছর পূর্বে একমাত্র সন্তান শাহজাহানকে নিয়ে বিধবা হন। শাহাবানুর একমাত্র সন্তান শাহজাহান বাড়ীর সামনে খালের অপর পারে ঘর তুলে স্ত্রী ও এক কন্য সন্তান নিয়ে বসবাস করেন। ঘরে বসবাস করার অবস্থা নাথাকায় শাহাবানু অন্যের ঘরে বসবাস করেন।
শাহাবুর কাছে জানতে চাইলে তিনি জানান,আমার ঘর নাই। তাই অন্যের ঘরে বসবাস করছি। স্যার আমাকে টাকা দিয়েছে ঘরও দিবে। এখন আমার আর অন্যের ঘরে থাকতে হবেনা। আমি আমার নিজের জায়গায় থাকতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার জানান, অসহায়ত্বের কথা শুনে আমরা সরেজমিন পরিদর্শন করে জানতে পারি শাহাবানু একমাত্র সন্তান শাহজাহান তার মায়ের কোনো খোজ খবর নেয়না। তার চলার জন্যে ইতিপূর্বে তাকে একটি বয়স্ক ভাতার কার্ড দেয়া হয়েছে। আজ নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ্য থেকে“জমি আছে ঘর নাই” এর একটি ঘর করে দেয়া হবে।
Leave a Reply