এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ সমগ্র বাংলাদেশের মধ্যে নারী নির্যাতন সহ ধর্ষনের মাত্রা অতি মাত্রায় বৃদ্ধি সহ খুনের ঘটনা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সরকারের উদাসিনতায় আজ দেশের নারী জাতি দারুণ উৎকন্ঠায় দিন পার করেছে। জীবন যুদ্ধে পরাজিত হতে হতে চুপসে যাচ্ছে স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া কিশোরী সহ প্রাপ্ত বয়স্ক নারীরা। নারীর অধিকার কাগজে কলমে থাকলেও বাস্তবে ছিটেফোঁটা নেই বললেই চলো। আর সেই সূত্র ধরেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা যথেষ্ট স্বোচ্ছার নারীর অধিকার আদায়ের রক্ষার্থে। সময়ের সাথে সাথে নারী নির্যাতন সহ ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন সহ উপজেলা, জেলা ও বিভাগের মধ্যে দূর্বার আন্দোলন গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র দলের লড়াকু সৌনিকরা। গঠন মূলক আন্দোলন সহ সরকারের সমালোচনা করার চেষ্টা করে যাচ্ছে যত্রতত্র ভাবে। অবশ্য সরকারের রক্তচক্ষু কুদৃষ্টির কারণে সরকারের বিরুদ্ধে গঠন মূলক আন্দোলন করার দুঃসাহস নেই। সরকারের পুলিশ বাহিনীর হামলা মামলার ভয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র দলের আন্দোলন প্রায় শূন্যের কোঠায়। অথচ জীবনের ঝুঁকি নিয়ে দেশের অন্য সব উপজেলার মত নিরবতা পালন না করে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার মধ্যে নাজিরপুর ছাত্র দলের লড়াকু সৌনিক শহীদ জিয়ার আদর্শ গড়া দলের স্থানীয় নাজিরপুর উপজেলার অকুতোভয় নেতা মোঃ এনামুল হক পলাশের নেতৃত্বে গত পরশু নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দুঃসাহসীকতার পরিচয় দিয়ে উপজেলার ছাত্র দলের রাজনীতিতে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে । এদিকে গত মাসে সিলেট এম সি কলেজের ছাত্রাবাসে ছাত্র লীগের কতিপয় লম্পট চরিত্রের কুলাঙ্গার খ্যাত নেতারা কলেজ ছাত্রীকে ধর্ষণ করে।অপরদিকে খাগড়াছড়িতে মানষিক ভারসাম্যহীন নারীকে সরকার দলীয় কিছু বদ চরিত্রের লোকজন গণ ধর্ষণ করে। আর এদের উভয়ের বিরুদ্ধে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয় গত পরশু । কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসাবে নাজিরপুরে তুখোড় ছাত্র দলের নেতা এনামুল হক পলাশের সুযোগ্য নেতৃত্বে বিক্ষোভ সহ সমাবেশের আয়োজন করেন। পরিপাটি পরিবেশে না থাকা ও প্রশাসনের মারদাঙ্গা আচরণকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করেন অকুতোভয় জিয়ার আদর্শ গড়া ও তারেক রহমানের যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে নাজিরপুরে বিক্ষোভ মিছিল বের করেন। পরবর্তী সময়ে সুকৌশলে প্রশাসনের রক্ত চক্ষু দৃষ্টিকে এড়িয়ে সমাবেশ করতেও সক্ষম হন। এদিকে বিক্ষোভ সহ সমাবেশে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন জেলা ও উপজেলার ছাত্র দলের বহু শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশে জোরালো বক্তব্য রাখেন নাজিরপুর ছাত্র দলের লড়াকু সৌনিক কবির মোল্লা সহ মালিখালি ইউনিয়নের ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হোসেন, কলারদনিয়া ইউনিয়নের ছাত্র দলের নেতা এস এম শরীফ প্রমূখ। সর্বশেষ তথ্য মতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নাজিরপুরে ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়। এসময়ে জেলার ও স্থানীয় বহু গণ মাধ্যম কর্মীরা স্ব শরীরে উপস্থিত ছিলেন।
Leave a Reply