দখিনের খবর ডেস্ক ॥ বরিশাল নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংক করপোরেট শাখার পাশের গলিতে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছেন। শনিবার (৩ অক্টোবর) রাতের এ ঘটনার বিষয়ে জানতে পেরে মা ও নবজাতককে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় এক ব্যক্তি ওই নারীকে সন্তান প্রসব করা অবস্থায় দেখে পাশের এক বাড়ি থেকে কাপড় নিয়ে এসে তাকে ঢেকে দেয়। পরে পাশের এক বেসরকারি ক্লিনিকে খবর দিলে নার্স এসে তাকে চিকিৎসা দেন। একই সময় খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, ওই মানসিক ভারসাম্যহীন নারী নিজের নাম নাজমা বলছে। তবে তার আর কোনও পরিচয় বলতে পারছে না। মা ও শিশুর চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার জন্য দায়ী ব্যাক্তিকেও শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি। ডা. সুবল কৃষ্ণ কুন্ডু বলেন, শিশুটি প্রিম্যাচিউরড হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা না পেরোলে মা ও শিশুর শারীরিক পরিস্থিতি বিষয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।
Leave a Reply