নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক ও তুচ্ছ ঘটনার জেরে মোসা. ডলি বেগম (৪৫) নামে এক নারীকে বিবস্ত্র করে গলা টিপে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত ওই নারী সোমবার ৩ জন নামীয় এবং অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন। আসামীরা হলো- উপজেলার পূর্ব পাতাকাটা গ্রামের বাপ্পি (২৬) তার পিতা মজিবর ওরফে চাঁন মিয়া হাওলাদার (৫৮) মাতা সেতারা বেগম (৪৫)। আহত ডলি বেগম ওই গ্রামের মো. নাসির উদ্দিন হাওলাদারের স্ত্রী।
মামলা ও আহত সূত্রে জানা যায়, প্রতিবেশী চাঁন মিয়ার সাথে ডলি বেগমের দীর্ঘ দিনের পারিবারিক বিরোধ চলে আসছিলো। সোমবার বিকেলে ডলি বেগমের একটি গরু চাঁন মিয়ার জমির ধানের চারা খেয়ে নস্ট করে। এ ঘটনা ও পূর্ব বিরোধের জেরে বিকেল ৫ টার দিকে চাঁন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ডলি বেগমের বাড়ি প্রবেশের রাস্তায় ডলি বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বিবস্ত্র ও নির্যাতন করে সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। তার আত্ম চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply