এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ মাদকের সাথে কোন আপোষ নেই, বরং স্কুল ও কলেজ পড়ুয়া কিশোর ও যুবকরা খেলাধুলা করে সুন্দর জীবন যাপন করা সম্ভব।আসলে মাদক শেষ করে গোটা পরিবার সহ এক একজন ব্যাক্তিকে। আসলে একটি একটি পরিবার, একটি সমাজ সহ সমগ্র উপজেলার বেশীরভাগ লোকজন ধ্বংস হয় মাদকের কারনে। মাদকের কড়াল গ্রাসে নিমজ্জিত উপজেলার বহু কিশোর কিশোরী সহ যুব সমাজের তরতাজা মানুষগুলো। মাদকের সাথে কোন রকম আপোষ নয় আর একথা গুলো বলেন, সময়ের আলোচিত ও দুর্দান্ত সাহসী অফিসার পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ স্যার।সময়ের সাহসী পদক্ষেপ সহ সাহসী উচ্চারন করে গত সোমবার ২৩ নং জগন্নাথকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাতৃভূমি ক্রীড়া সংগের আয়োজনে মিনি ফুটবলের উদ্ভোদনী খেলার প্রধান অতিথি হিসেবে একথাগুলো বলেন। তিনি আরও বলেন আজকের কিশোর ও যুবকরা আগামীর মূল্যবান সম্পদ। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। এদিকে বিশেষ অতিথি হিসেবে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হোসাইনও চমৎকার বক্তব্য তুলে ধরেন মাদকের বিরুদ্ধে। স্বরূপকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্যে মাতৃভূমি ক্রীড়া সংগের আয়োজনে মিনি ফুটবলের উদ্ভোদনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় আবির মোঃ হোসাইন বলেন, নেছারাবাদ থানায় মাদক নয় বরং ভালো কাজের স্থান সর্বত্র। আমি ছারছিনার পূর্ণ ভূমির উপর শতভাগ শ্রদ্ধা রেখে বলবো, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। এদিকে আজকের উদ্ভোদনী অনুষ্ঠান সহ সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন স্বরূপকাঠি উপজেলার মেধাবী ছেলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মোঃ নিয়াজ। শুরুতেই পরিচয় পর্ব দিয়ে শুরু করেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সাইদ। এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মোঃ মুজিবুর রহমান, স্বরূপকাঠি প্রেসক্লাবের বর্তমান সভাপতি বাবু শিশির কর্মকার ও ২৩ নং জগন্নাথকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক প্রমূখ। আজকের মিনি ফুটবলের উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ মুজিবুর রহমান।
এদিকে পৌর সভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোঃ হেদায়েতুল ইসলাম বাবুর অক্লান্ত পরিশ্রমে সমগ্র উদ্ভোদনী অনুষ্ঠানের সার্থকতা খুজে পায়। পরিপাটি পরিবেশের মধ্যে মৌলবীবাড়ীর স্কুল মাঠে দর্শকের ঢল নামে। সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় সংগঠনের সভাপতিও ভূয়সী প্রশংসার দাবিদার। ৩৫ টি দলের অংশ গ্রহণ করে এবারের টুর্নামেন্টে।সোমবার বিকাল ৪ টার সময়ে শুরু হয় আলোচনা সভা। এরপর শুরু হয় উদ্ভোদনী খেলার উত্তেজনা আর উত্তেজনা। সমগ্র অনুষ্ঠানের পরিবেশে ছিল সুনিয়ন্ত্রিত ও আন্তরিকতায় ভরপুর। জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন আজকের মাতৃভূমি ক্রীড়া সংগের উদ্ভোদনী খেলার অনুষ্ঠানে। সর্বশেষ তথ্য মতে নেছারাবাদ থানার সার্কেল অফিসার মোঃ রিয়াজ স্যারের গঠন মূলক কথায় মুগ্ধ ক্রীড়াপ্রেমী সমর্থন সহ সমগ্র পৌরবাসীরা।
Leave a Reply