ভান্ডারিয়া প্রতিনিধি ॥ ভা-ারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ খলিলুর রহমানের বদলির সংবাদে প্রাথমিক শিক্ষকদের মাঝে স্বস্তির নিশ্বাস মিলেছে। তাকে চলতি বছরের ২৯ সেপ্টেম্বরের এক আদেশে বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক এস.এম ফারুক এর স্বাক্ষরিত এক আদেশে পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলা থেকে পার্শ্ববর্তি জেলা ঝালকাঠীর পিটিআইতে বদলি করা হয় (যার স্মারক নং উপ-পরি/ প্রাশি-বরি/ প্রশা-১/বদলি/ ইউডিএ/ ১৩/ ২০১২- ১১৮৫, তাং ২৯.০৯.২০২০) । আদেশে আজ ৮ অক্টোবর যথাযথ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য ২০১২ সালে মোঃ খলিলুর রহমান ভা-ারিয়া উপজেলা শিক্ষা অফিসে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে বদলি হয়ে এসে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পরে। শিক্ষকদের কাছ থেকে চাকুরী স্থায়ী করণের নামে, বদলি, টাইমস্কেল, এরিয়ার বিল, ফিকছেসন সহ বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। তিনি রাতা রাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে শিক্ষকরা দুর্নীতি দমন কমিশন ও প্রধান মন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা বলে একটি বিশ্বস্ত সুত্রে জানা যায়। এছাড়া এ উপজেলায় ৮ বছর চাকুরী কালীন তিনি কাউখালী উপজেলায় আলিসান দোতলা ভবন নির্মান করেছেন যা অভিযোগে রয়েছে।
Leave a Reply