এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ পর পর দুই দুইবার জনপ্রতিনিধি হিসাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করে যাচ্ছে সোহাগদল ইউনিয়নের জনপ্রতিনিধি বরছাকাঠীর মৃত মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ মহিউদ্দিন। সোহাগদল ইউনিয়নের মধ্যে ৪ নং ওয়ার্ড হল একটি ব্যাতিক্রমি এবং ভিন্ন পরিবেশে গডা । ব্যাবসা বানিজ্য সহ ঘনবসতি ওয়ার্ড হল সোহাগদল ইউনিয়নের মধ্যে ৪ নং ওয়ার্ড । বেঁচে থাকার তাগিদে ওয়ার্ডের বেশীরভাগ পুরুষ ও মহিলা ভোটাররা জীবন জীবিকার যুদ্ধে বেশ সচেতন। মোট ভোটার সংখ্যা ৩২০০ শতের উপরে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশী। আবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারা একটু বেশী সচেতনতা মনে হয়। এলাকার বেশীরভাগ লোকজনের শত ব্যাস্ততার মধ্যে নির্বাচনী ভাবনা নিয়ে গণ মাধ্যম কর্মীদের সাথে কথা হয় বহু জনের সাথে।আর সেই সূত্র ধরেই আগামী নির্বাচনের দিন ক্ষন গননা শুরু করে দিয়েছে এলাকার সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। যদিও বর্তমান চেয়ারম্যান সহ ওয়ার্ড জনপ্রতিনিধিরাও প্রকাশ্যে দিন গণনা না করলেও মনে মনে হিসাব নিকাশ করে যাচ্ছে ঠিকই। তবে বর্তমান মেম্বার মোঃ মহিউদ্দিনের কর্মকান্ডের বিষয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেয় বহু ওয়ার্ড বাসীরা । সরাসরি নাম না প্রকাশের শর্তে জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের জানান, আমরা বরসাকাঠীর সন্মানিত ভোটার। আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা। যদিও বিগত নির্বাচন ছিলো চরম বিতর্কিত তারপরও যোগ্যতার ভিত্তিতে বর্তমান মেম্বার মোঃ মহিউদ্দিন টান টান উত্তেজনার মধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়।
এ ব্যাপারে ওয়ার্ডের বহু নারী ভোটাররা মিডিয়া কর্মীদের জানান, বর্তমান সময়ে আমাদের ওয়ার্ডের মধ্যে বিগত সময় থেকে চলতি সময়ে সামাজিক কাজ কর্মের মধ্যে বিতর্ক কম ছিল মহিউদ্দিন মেম্বারের। কাজে কর্মে আমরা বেজায় খুশি হয়ে এবারও তাকে তৃতীয় বারের মত নির্বাচিত করতে চাই। বিগত সময়ে আমাদের ওয়ার্ডের মধ্যে কাজে কর্মে আমরা সকলেই কমবেশি পেয়েছি। তবে ভিন্ন কথা বলেন বেশকিছু সমালোচনাকারীরা। তাদের ভাষ্য কোন এলাকায় পর পর জনপ্রতিনিধি হলে প্রার্থীর অহমিকা বৃদ্ধি পায়। তাই সব সময় শক্ত ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলে সাধারণত ভোটারদের কদর বৃদ্ধি পায়। নইলে ওয়ার্ড কিংবা ইউনিয়ন পর্যায়ের সকল ভোটারা মূল্যহীন হয়ে পড়ে বলে জানান। এদিকে ওয়ার্ডের বহু শিক্ষক সহ কোমলমতি শিক্ষার্থীরা এক বাক্যে স্বীকার করেন আমাদের এলাকায় বর্তমান মেম্বার অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং সন্মানিত জনপ্রতিনিধি।
এ ব্যাপারে বরসাকাঠীর বর্তমান মেম্বার মোঃ মহিউদ্দিনের সাথে গণ মাধ্যম কর্মীদের কথা হয়। একান্ত আলাপ চারিতায় জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের জানান, আসলে আমি বরাবরই জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। বিগত সময় থেকে বর্তমান সময়ে আমি বরাবরই মাদকের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ গ্রহণ করে আসছি। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে বলেন আমি বরাবরই ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান তৈরী করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। সকলের ভালোবাসা নিয়ে তৃতীয় বারের মত জনপ্রতিনিধি হিসাবে আবারও ওয়ার্ডের জন্য খেদমত করতে চাই। অবশ্য ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আঃ রশিদ গণ মাধ্যম কর্মীদের জানান, আমার পরিষদের মধ্যে সবচেয়ে সদালাপী ও মিশুক চরিত্রের জনপ্রতিনিধি। ওয়ার্ডের মধ্যে মহিউদ্দিনের একটা দারুণ গ্রহণ যোগ্যতাও রয়েছে বলে জানান ।
Leave a Reply