মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তাফাল বাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমানের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে আজ রোববার (১১ অক্টোবর) মঠবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলা সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসায় আয়া পদে নিয়োগের জন্য মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ খলিলুর রহমান ও তার পুত্র মাসুম বিল্লাহ তাফাল গ্রামের প্রতিবন্ধী সোবহানের স্ত্রী রহিমার নিকট ১ লাখ টাকা উৎকোচ দাবী করে। ভুক্তভোগী রহিমা আয়া পদে নিয়োগ লাভের আশায় নিরুপায় হয়ে স্বজনদের কাছ থেকে ধার দেনা করে গত ১০ অক্টোবর ১৯’অধ্যক্ষকে ১ লাখ টাকা উৎকোচ দেন। করোনা কালীন সময় ওই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং অধ্যক্ষ সুকৌশলে একই পদে চাকুরী দেয়ার নাম করে তাফাল বাড়িয়া গ্রামের বাচ্চু দফাদারের পুত্র বধুর কাছ থেকে ৪ লাখ টাকা উৎকোচ নেয়। বিষয়টি রহিমা জানতে পেরে প্রতারনার মাধ্যমে তার কাছ থেকে হাতিয়ে নেয়া টাকা অধ্যক্ষের নিকট ফেরৎ চাইলে তিনি নানা টালবাহানা শুরু করার একপর্যায় উৎকোচ গ্রহনের বিষয়টি অস্বীকার করেন। রোববার রহিমা বাদী হয়ে অধ্যক্ষ মাওঃ খলিলুর রহমানের বিরুদ্ধে প্রতারনা পূর্বক অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। বিজ্ঞ বিচারক হাকিম আল ফয়সাল মামলাটি আমলে নিয়ে পিতা-পুত্রকে আদালতে হাজিরের নির্দেশ দেন।
Leave a Reply