নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশে ধারাবাহিকভাবে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচতলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। এসময় লিখিত বক্তব্যের মাধ্যমে তিন দফা দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের মাটি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল। সংবাদ সম্মেলনে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন ও অনধিক ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্নকরণ, ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড, সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘নারী নির্যাতন প্রতিরোধ ও সহায়তা সেল’ গঠনের দাবি জানানো হয়। এর আগে বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশের কাছে শিক্ষার্থীরা দাবি সংবলিত স্বারকলিপি পেশ করেন৷ উল্লেখ্য, সারাদেশে চলমান নারী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর গত বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলনের ও মৌন মিছিলের আয়োজন করেছিল তারা। বৃহস্পতিবার ধর্ষকের কুশপুত্তলিকা ফাঁসির মাধ্যমে আন্দোলন চলমান রাখা হয়েছে। গত শুক্রবার ধর্ষকের কুশপুত্তলিকা দাহ এবং বিশাল মশাল মিছিল আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় ধর্ষণ – নারী নির্যাতন বিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে তারা।
Leave a Reply