কৃষ্ণ কান্ত দাশ, স্বরূপকাঠি ॥ মানব সেবায় ভালো অবদান রাখার জন্য ওয়ার্ডবাসীরা আবারও বর্তমান মেম্বার আঃ রাজ্জাককে পেতে মরিয়া। সারেংকাঠীর ৭নং ওয়ার্ডের মধ্যে একটা জনপ্রিয়তা তৈরি করতে সক্ষম হয়েছেন বর্তমান মেম্বার ।এলাকার স্থানীয় বাসিন্দারা আগামীর জন্য আবারও জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় নুতন আশা ও নুতন স্বপ্ন েিন্য়। বিগত সময় হতে চলতি সময়ে জনপ্রতিনিধি হিসাবে কাজের ও গুনের কল্যানে আজকে ৭ নং ওয়া ইর্ডের মধ্যে একটা শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন বর্তমান মেম্বার আঃ রাজ্জাক । আর হ্যা আমরা বলছিলাম প্রিয় পাঠকদের জন্য বিসনোকাঠীর বর্তমান মেম্বার আঃ রাজ্জাককে নিয়ে। সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে বিগত সময় থেকেই সাধারণ মানুষের মধ্যে কাজ কর্ম দিয়ে একটা শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। ৭নং ওয়ার্ডের মধ্যে নারী ভোটার সহ বহু পুরুষ ভোটারদের সাথে আলাপ করে বহু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। সরেজমিনের একান্ত আলাপ চারিতায় বেশির ভাগ সন্মানিত ভোটাররা একবাক্যে গণ মাধ্যম কর্মীদের জানান, আসলে আমাদের প্রিয় জনপ্রতিনিধি আঃ রাজ্জাক অতি পরিচিত এক মুখ। আমরা সকলেই বর্তমান মেম্বারের কাছে আমরা সকলেই কম বেশি কৃতজ্ঞ থাকব।নিঃসন্দেহে উনি আমাদের সকলের প্রিয় বন্ধু ও চমৎকার মানুষ বলা যায়। তবে কিছু কিছু মেয়েরা সরাসরি নিজেদের পরিচয় গোপন রাখার শর্তে জানান, আগামীতে আমরা মেম্বার হিসাবে নুতন মুখের প্রার্থী পেতে চাই। আবার অনেকে সমালোচনা না করে আগামীর জন্য বর্তমান জনপ্রতিনিধি হিসাবে আঃ রাজ্জাক ভাইকে পেতে চায়। অবশ্য সঠিক নিয়মে আর একটি কথা বললেন, বেশ কিছু ভোটাররা। আমাদের বর্তমান জনপ্রতিনিধির দ্বারা ওয়ার্ডের কাজের যথেষ্ট উন্নয়ন হয়েছে। পাশাপাশি আমাদের কারো কোন ক্ষতি হয়নি বিগত সময়ে । অবশ্য এলাকার পুরুষ ভোটাররা নানান কায়দায় নানান রকম মতামত প্রকাশ করেন চুঙ্গা টিভির অক্ষাত ক্যামেরম্যানদের সামনে। নাম না প্রকাশের শর্তে বহু পুরুষ ভোটাররা মিডিয়াকে বলেন, আগামী নির্বাচনে কি হবে তা বলা কিছুটা মুসকিল। তবে বর্তমান মেম্বারের একটা দারুণ জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। হিঃসা বিহীন একজন পাকাপোক্ত সুন্দর মনের মানুষ হিসাবে সকলের জন্য একটা আর্শীবাদও বলা যায়। তবে বেশ কিছু কিছু লোকজন ভিন্ন কথা বলেন নানান বিষয়ে। তবে ভিন্ন কথা বলেন বহু সাবেক জনপ্রতিনিধিরা, তারা গণ মাধ্যম কর্মীদের জানান, গত নির্বাচনে বর্তমান মেম্বার কম বেশি বিতর্কিত থাকতে পারে । তবে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শ ম রেজাউল করিমের আর্শীবাদে। উপজেলার নির্বাচনের মত সুষ্ঠু ও সুন্দর হবে বলে জানান।
এ ব্যাপারে বর্তমান জনপ্রতিনিধি আঃ রাজ্জাকের সাথে কথা হয় গণ মাধ্যম কর্মীদের। তিনি অকপটে স্বীকার করেন আমি বর্তমান কে বেশী ভাবি। তবে আগামীতে ও জনগণের সেবক হিসেবে কাজ করতে সক্ষম হবো । এলাকার স্বার্থে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করতে আমি শতভাগ প্রস্তুত। তবে আমার কাজের মধ্যে দোষ গুন থাকতেই পারে। তবে সমাজ সেবায় সকলের মন জয় করে আবারও আগামীতে সমাজ সেবা করে যাবো ইনশাআল্লাহ। অবশ্য ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সায়েম জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের জানান, আমার পরিষদে জনপ্রতিনিধি হিসাবে আঃ রাজ্জাক বেশ সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। কাজে কর্মে বেশ দক্ষতার পরিচয় দিয়ে বর্তমানে ওয়ার্ডের মধ্যে শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন।
Leave a Reply