নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের অধিকতর যুক্তিতর্ক খ-নের জন্য আগামী ১৪ তারিখ মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এর আগে, ৫ ও ৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ ১৪ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে। আদালত সূত্রে জানা গেছে, সকালে রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা আট আসামি আদালতে উপস্থিত হন। এরপর বরগুনা জেলা কারাগার থেকে আদালতে আনা হয় অন্য ছয় আসামিকে। দশটার দিকে আদালতের কার্যক্রম শুরু করেন বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- মো. রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মো. আবু আবদুল্লাহ ওরফে রায়হান, মো. ওলিউল্লাহ ওরফে অলি, জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, মো. নাঈম, মো. তানভীর হোসেন, মো. নাজমুল হাসান, মো. রাকিবুল হাসান নিয়ামত, মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাতুল শিকদার জয় ও মো. আরিয়ান হোসেন শ্রাবণ।
Leave a Reply