নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় ২ সদস্যর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতেখারুল আলম এর আদালত তাদের এ রিমা-ের আবেদন মঞ্জুর করেন। এরমধ্যে মুলাদী থানার একটি মামলায় গ্রেফতার হওয়া লোকমান হোসেন সাফিনকে ৩ দিনের ও কাজী রাইয়ান রহমানকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরআগে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ জানায়, ওইদিন ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের সদস্যরা। ওইসময় লোকমান হোসেন সাফিন(২৪) ও কাজী রাইয়ান রহমান(২১)। আটককৃত আসামীদ্বয় লোকমান হোসেন সাফিন এবং কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে র্যাবের কাছে স্বীকার করেছে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে।
Leave a Reply