নলছিটি প্রতিনিধি ॥ নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে সরকারী রাস্তার উপর পাকা ভবন নির্মান করেছেন প্রবাসী মোতাচ্ছের হোসেন গাজী। সরোজমিনে গিয়ে দেখা যায় চৌদ্দবুড়িয়া ও বোয়ালিয়া সংযোগ সেতুর পশ্চিম পার্শ্বে দ্বিতল বিশিষ্ট একটি পাকা ভবনের নির্মান কাজ চলমান রয়েছে। ভবনটির নিচের সিড়ি সম্পূর্নভাবে সরকারী রাস্তার উপর নির্মান করা হয়েছে। এ ব্যাপারে ভবন মালিকের এক আত্বীয়কে জিঞ্জাসা করলে তিনি বলেন সরকারী রাস্তায় ভবনের কিছু অংশ পরেছে। যখন আবার নতুন করে রাস্তা পাকা করা হবে তখন সেটুকু আমরা নিজেরাই ভেঙ্গে দিবো। বিষয়টি বেআইনী হয়ে যায় না? সাংবাদিকদের সেরকম প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এদিকে অন্য একটি সূত্র মারফত জানা যায় এ রাস্তা এবং এর পাশের জমি নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশী করেছেন অত্র এলাকার ইউনিয়ন চেয়ারম্যান। শালিশ অনুযায়ী মাপঝোপ করে সিমানাও নির্ধারন করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রবাসী ভবন নির্মানকারী মোতাচ্ছের হোসেন গাজীর আত্বীয় স্বজনরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা সেই সিমানাকে আমলে না দিয়ে ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply