স্বরূপকাঠি প্রতিনিধি ॥ সময় ঘনিয়ে আসছে স্বরূপকাঠী পৌর সভার নির্বাচন। টান টান উত্তেজনা বিরাজ করছে পৌর সভার নির্বাচনকে কেন্দ্র করে। আর সেই আলোকে বাদ যাচ্ছে না ২ নং ওয়ার্ডের মধ্যে নির্বাচনী হাওয়া । বরাবরই এই ওয়ার্ডের মধ্যে ভোটাররা প্রার্থীর চেয়ে বেশী বুঝমান বলে বহু শীর্ষ নেতৃবৃন্দরা জানান । বিগত সময়ে সাবেক কাউন্সিলর মিয়া মোঃ ওহাব ছিলো জনপ্রিয়তায় শীর্ষে। আর সেই শ্রেষ্ঠত্বকে নামিয়ে গত নির্বাচনে এক অকল্পনীয় চমক সৃষ্টি করে বর্তমান কাউন্সিলর স্বপন। গত নির্বাচন ছিল টাকার খেলা আর সেই টাকার গরমে কেহ হয়েছে কাউন্সিলর আবার কেহ নিয়েছে প্রকৃত শিক্ষা। আসলে নামের সাথে অনেক কিছু মিল আছে পৌর ভোটারদের মধ্যে। তাই এবারও সেই রকম কিছু না ঘটলেও হয়তো একটা সুন্দর ইতিহাস সৃষ্টি হতে পারে বলে ২ নং ওয়ার্ডে। আর সেই কথা ওয়ার্ডের বাসিন্দারা গণ মাধ্যম কর্মীদের জানান। আর হ্যা আমরা বলছিলাম স্বরূপকাঠি প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও উদীয়মান রাজনৈতিক নেতা মোঃ সিফাত উল্লাহ নেছারের কথা। সদা হাস্যউজ্জল ও বিনয়ী স্বভাবের অধিকারী গণ মাধ্যম কর্মী সিফাত উল্লাহ নেছার বরাবরই একজন চমৎকার মানুষ । সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি করে সমগ্র উপজেলায় একটা দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে । সততার মাধ্যমে পথ চলতে পছন্দ করে বিদায় ২নং পৌর ওয়ার্ডবাসীরা মনে প্রাণে ভালোবেসে এবারের পৌর নির্বাচনে সিফাতকে নিয়ে মাঠে থাকতে বদ্ধ পরিকর। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা চিন্তা ভাবনা করে বেশির ভাগ ভোটাররা এবারের পৌর নির্বাচনে নুতন মুখের সন্ধানে খুঁজে পেয়েছে সিফাতকে। তবে ভিন্ন কথা বলেন ওয়ার্ডের বহুবাসিন্দারা। তারা বলেন, আমাদের বর্তমান কাউন্সিলর স্বপন নানান কায়দায় চরম বিতর্কিত হচ্ছে। তাই ওয়ার্ডের স্বার্থে আমরা সকলেই একজন ভালো জনপ্রতিনিধি চাই। আর সেই বিবেচনায় প্রার্থী হিসাবে সিফাত উল্লাহ নেছার আমাদের কাছে দারুণ গ্রহণ যোগ্যতা আছে। এ ব্যাপারে কথা হয় পৌর সভার নির্বাচনে ২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল প্রার্থী সিফাতের সাথে। গন মাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সদা হাস্যউজ্জল সিফাতের সাদামাটা জবাব। আসলে ওয়ার্ডবাসীরা বহু দিন ধরে বলে আসছে আপনি এবারের পৌর নির্বাচনে প্রার্থী হবেন। আমরা সকলেই একসাথে আপনার হয়ে কাজ করবো। আসলে ওয়ার্ডবাসীদের ভালবাসার টানে আমিও মনে প্রাণে সিদ্ধান্ত নিয়েছি কাউন্সিলর নির্বাচন করবো। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে আরও বলেন, আমি একজন গণ মাধ্যম কর্মী ও রাজনীতিবিদ। তাই জনগণের সেবক হিসেবে নিজেকে উজাড় করে দিতে সদা প্রস্তুত। আসলে আমি আমার ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসাবে গডে তুলবো। শতভাগ মাদক মুক্ত ওয়ার্ড হবে স্বরূপকাঠি পৌরসভার মধ্যে। সর্বশেষ তথ্য মতে বর্তমান সময়ে সার্বিক বিবেচনায় যোগ্য দাবিদার সিফাত উল্লাহ নেছার। আর সেই আশা নিয়ে স্বরূপকাঠি পৌরসভার ২নং ওয়ার্ডবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে সিফাতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে।
Leave a Reply