বিশেষ প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরে জেলখানার সামনে ৪ শতাংশ জমির বিরোধ নিয়ে অর্তকিত হামলার প্রতিবাদে আজ সকাল ১০.৩০ মিনিটে রাজাপুর থানা সম্মুখে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হিন্দু সম্প্রদায় ।নারায়ণ চন্দ্র দে কবিরাজ বাড়ী শ্রী শ্রী কেন্দ্রীয় সার্বজনিন দূর্গা মন্দিরের সম্পত্তি রক্ষার্থে ও গত রাতের হামলা কারিদের বিচারে দাবীতেএ মানববন্ধন পালন করেন মনিদর কমিটি ও হিন্দু সম্প্রদায়। হিন্দুধর্মালম্বী নেতৃবৃন্দপক্ষে হিমাংশু শেখর দাস সহ ৭ জন স্বাক্ষরিত স্মারকলিপি রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের নিকট স্মারকলিপি প্রদান করেন।এর আগে তারা থানার সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করেন। তাদেরদাবী- তাদের ১৮৪৬ খতিয়ানে ৪৯৬৮ দাগে ৭ শতাংশ সম্পত্তি নারাযন চন্দ্র গং প্রতিমা পূজাঅর্চনার জন্য দান করে যান।উক্ত জাযগায় তারা হিন্দু সম্প্রদায় পুজাঅর্চনা করে আসছে।হঠাৎ গতকাল গোলাম ফারুক গং হামলা করে বেদখলের চেস্ট করে অতর্কিত হামলা চালিয়ে তাদের ভক্তদের আহত করে বলে দাবী। এর দৃস্টান্ত মূলক শাস্তি না হলে তারা সার্বজনীন দূর্গা পূজা থেকে বিরত থাকবে রাজাপুরের হিন্দু সম্প্রদায়।এ সময় বক্তব্য রাখেন হিমাংশু শেখর হালদার সভাপতি নারায়ণ চন্দ্র দে কবিরাজ বাড়ী স্বার্বজনীন দূর্গা মন্দির,জয়রাম তেওয়ারী সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ,সাধারণ সম্পাদক নিত্যনন্দন সাহা,সাধারণ সম্পাদক গোপাল কর্মকার পূজা উদযাপন পরিষদ,সহ সভাপতি নেপাল দেবনাথ, দুলাল তেওয়ারী,নিহার রঞ্জন মিস্ত্রী,মিঠুন চক্রবর্তিসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply