রাজাপুর প্রতিনিধি ॥ সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা রূপান্তর কর্তৃক বাস্তবায়িত অপরাজিতা।নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সকল নির্বাচিত নারী প্রতিনিধি ও সম্ভাব্য নারী নেত্রীদের দিনব্যাপি নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন তথা রাজনৈতিক কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের মাত্রা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত প্রশিক্ষণটি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও সম্ভাব্য নারী নেত্রীদের নেতৃত্ব বিকাশ, স্থানীয় পর্যায়ে দরিদ্র নারী ও শিশুদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতার মান উন্নয়ন, স্থানীয় সরকারের কার্যক্রম ও কার্যকরী যোগাযোগ বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে রূপান্তর জেলা ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান প্রশিক্ষণে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে করণীয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ইউনিয়ন পরিষদ আইন, জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য, স্ট্যাডিং কমিটি, উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন ও কার্যক্রম ও বিভিন্ন সরকারী দপ্তরের সেবাসমূহ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আয়োজক মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী সংস্থা রূপান্তরের ট্রেনিং অফিসার ঝুমু কর্মকার। সমাপনি অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন। অনুষ্ঠানে ধারনা পত্র উপস্থাপন করেন অ্যাডভোকেট লাভলী আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মসিউর রহমান। বেসরকারি সংস্থা রূপান্তর রাজাপুর উপজেলায় নারী প্রতিনিধিদের দক্ষতার উন্নয়নে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আজকের প্রশিক্ষণে রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধিসহ মোট ২০ জন নারী অংশগ্রহণ করেন। বেসরকারি সংস্থা রূপান্তরের রাজাপুর উপজেলার সমন্নায়কারী নাসরিন সুলতানা মুন্নির ব্যাবস্থাপনায় নারী ক্ষমতায়নে রাজাপুর উপজেলায় নারীদের দায়িত্ব কর্তব্য, নিজের অধিকার প্রতিষ্ঠা, রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করণে এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply