ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি মেনে করোনামহামারি থেকে বিশ্ববাসীকে মুক্তির প্রার্থান জানিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি এগিয়ে চলছে। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। প্রতিটি মন্ডপে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিধিমত উদযাপনের লক্ষে পুজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। পুলিশ প্রশাসনও স্বাস্থ্যবিধি বজায় রেখে পুজা অনুষ্ঠানের সকল ধরনের উদ্যোগ নিয়েছে।
জানা গেছে- আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপুজা। করোনা মহামারির কারণে এবছর আড়ম্বর হচ্ছে না কোন মন্ডপে। মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় প্রতিমা ধীরে ধীরে দেবী রুপ ধারন করছে। আয়োজকরাও ব্যস্ত সফলভাবে পুজা আয়োজনের কাজে সম্পন্নের লক্ষে। সূত্রে জানা যায়- সদর উপজেলার ১৩টিসহ জেলায় মোট ১৭২ টি পুঁজা মন্ডপ দুর্গাপুজার আয়োজন করা হয়েছে। প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণের মূল্য বাড়লেও বাড়েনি তাদের মজুরী। জেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো জয়েছে, এবছর করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজা অনুষ্ঠানের সকল পস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজা আয়োজনে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সকলের কাছে আহবান জানানো হয়েছে। শান্তি-শৃংখলা রক্ষায় মন্ডপগুলোতে সরকারি এবং স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। গত বছর জেলায় ১৭৫টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হলেও এবছর তা থেকে তিনটি কমে ১৭২টিতে হচ্ছে দুর্গোৎসব।’
Leave a Reply