ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে পুরো বিশ্বই চেনেন ও জানেন। ১৯৯৮ সালে তার জোড়া গোলে বিশ্বকাপ ফাইনাল জেতে ফ্রান্স। ২০০৬ সালে ফ্রান্স ফাইনালে উঠেছিল তার ম্যাজিকে। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ছাড়াও অনেক ক্লাবে তার অর্জন আছে। চ্যাম্পিয়নস লিগ জেতা ছাড়াও বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের কোচ। সেখানেও সফল তিনি। কোচ ও খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ রয়েছে এই সাবেক ব্যালন ডি’অর জয়ীর।
মূলত তিনি ছিলেন আলজেরিয়ান। ফ্রান্সের মার্শেইতে বড় হন তিনি। তাকে তখন সবাই ইয়াজিদ নামে চিনত। জিনেদিন ইয়াজিদ জিদান থেকে পরে সেটা জিনেদিন জিদান হয়ে যায়। আরবিতে জিনেদিনের অর্থ বিশ্বাসের সৌন্দর্য। আলজেরিয়া থেকে জিদানের পরিবার ফ্রান্সের মার্শেইতে আসে। জিজু নামে এখন বিশ্ব তাকে চেনে। অথচ তার বাবা ছিলেন একসময় নাইটওয়াচম্যান। দারিদ্র্যকে জয় করে জিদান এর পর ফুটবল খেলে হয়েছেন বিশ্ব তারকা ও কিংবদন্তি।
Leave a Reply