ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে বার বার নির্বাচিত স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক বাইসাইকেল সেলাই মেশিন রিং স্লাব ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করে কর্মসংস্থান করে দিলেন দুস্থ নারীদের। ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে রিং স্লাব ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জনগনের মাঝে ব্লিসিং পাউডার, সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করেন। মঙ্গলবার সকাল ১১ টায় বাসন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাসন্ডা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ঝালকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার। বিশেষ অতিথী ছিলেন এলজিএসপি-৩ ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো: শুভ বিশ্বাস, পিআইও মো: মোজাম্মেল হক। অনুষ্ঠানে পরিচালনা করেন ইউপি সচিব মো: সবুজ ।
এ সময় ঝালকাঠি বাসন্ডা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক বলেন,আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমুর এমপির নির্দেশনায় বাসন্ডা ইউনিয়নের অসহায়,হত দরিদ্র ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও স্কুলের ছাত্রীদের জন্য বাইসাইকেল বিতরণ করেছি। আগামিতেও আমাদের এ সকল কার্যক্রম অব্যহত থাকবে।
Leave a Reply