এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ মানুষ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করা স্ব স্ব দায়িত্ব আমাদের সকলের । ধর্ম ও কর্মের মাধ্যমে আমাদেরকে গড়ে তুলতে সক্ষম হলে জাতি হিসেবে আমরা সকলেই সার্থক। লোভ কখনো শান্তি বয়ে আনেন না আর হিংসা দ্বারা কোন ধর্মের মধ্যেই সত্যের সুবাতাস প্রতিষ্ঠিত হয়না আর একথা গুলো বলেন মঙ্গলবারের মত বিনিময় সভায়। স্বরূপকাঠির সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বরূপকাঠির সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজা পূর্ববর্তী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ( এম পি)। তিনি আরও বলেন, পৃথিবীর কোন ধর্মেই খারাপ কাজ করতে বলা হয়নি। আমাদের মধ্যে অজ্ঞতার কারণে আমরা নিজেরাই বিভেদ সৃষ্টি করি। এদিকে মঙ্গলবারের মত বিনিময়ের সভায় জলাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবু বিশ্বজিৎ হালদার খোকনের নেতৃত্বে একটা ছোট্ট ইতিহাস সৃষ্টি করে। সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বরূপকাঠি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মত বিনিময় সভায় জলাবাড়ী ইউনিয়নের বেশির ভাগ লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কয়েক শতাধিক নেতা কর্মী নিয়ে মত বিনিময় সভায় উপস্থিত হয়ে চমক সৃষ্টি করে বিশ্বজিৎ হালদার খোকন। উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একটা বাড়তি চমক সৃষ্টি করে। আটঘর কুডিয়ানা ইউনিয়নে মিঠুন হালদারও চমক সৃষ্টি করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে প্রশংসা কুড়ায়। পাশাপাশি জলাবাড়ী ইউনিয়নের মধ্যে পরিবর্তনের আশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে আটঘাট বেধে নেমেছে সাধারণ মানুষ । মাননীয় মন্ত্রীর মতবিনিময় সভায় একটা আগাম মহড়াই প্রমান করে ইউনিয়নের বেশীরভাগ ভোটাররা পরিবর্তন চায়। জলাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নানান কাজে কর্মে কম বেশি বিতর্কিত। তাই জনগণের আগাম ভালবাসার টানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসভায় জলাবাড়ীর নেতা বিশ্বজিৎ হালদারের নেতৃত্বের কারিশমায় মুগ্ধ মাননীয় মন্ত্রী সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দরা। সারেংকাঠী ইউনিয়ন , গুয়ারেখা ইউনিয়ন , দৈহারী ইউনিয়ন , সমুদয়কাঠী ইউনিয়ন , সোহাগদল ইউনিয়ন ও স্বরূপকাঠী সদর ইউনিয়নের বেশীরভাগ শীর্ষ নেতারা নামমাত্র এসেছে মত বিনিময় সভায়। অথচ নেতৃত্বকে চ্যালেঞ্জ গ্রহণ করে মাননীয় মন্ত্রীর গ্রীন সিগনাল পেয়ে আবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জনসভায় জলাবাড়ীর বেশীরভাগ লোকজন নিয়ে সমবেত হন সময়ের সাহসী ও সুন্দর মনের মানুষ বাবু বিশ্বজিৎ হালদার খোকন। পৌর সভার প্রাণ কেন্দ্রে স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্বর দারুণ ভাবে মুখরিত রাখার পিছনে জলাবাড়ী ইউনিয়নের লোকজনের ভূয়সী প্রশংসার দাবিদার। এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শশাঙ্ক রঞ্জন সমদ্দার জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের জানান, ভগবানকে ধন্যবাদ দিচ্ছি আমরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মতবিনিময় সভা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। দারুণ আবহাওয়া আমাদের দারুণ সাপোর্ট দে। অপরদিকে পিরোজপুর জেলার পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠুন হালদারের অক্লান্ত পরিশ্রম আরও বেগবান করে তুলেছে। স্বরূপকাঠির ইতিহাসে এবারই মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের এ শ ম রেজাউল করিমের ( এম পি) আর্শীবাদ নিয়ে এত বড় অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। অপর দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের বহু শীর্ষ নেতারা বলেন, জলাবাড়ী ইউনিয়নের লোকজনের সমাগম আরো সার্থক করে তুলেছে। অন্য ইউনিয়নের চেয়ে বেশী উপস্থিতি ছিল জলাবাড়ী ইউনিয়নের লোকজনের। তবে ভিন্ন কথা বলেন জলাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সময়ের সাহসী নেতা বাবু বিশ্বজিৎ হালদার খোকন। তিনি বলেন, আমি ধর্মের জন্য নিবেদিত একজন পাকাপোক্ত কর্মী। মাননীয় মন্ত্রীর আগমনে আমরা জলাবাড়ীবাসীরা প্রমাণ করেছি সবার আগে ধর্মীয় অনুষ্ঠান। জেলার গর্ব আমাদের স্বরূপকাঠির সম্পদ সাদা মনের চমৎকার মানুষ মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের শ ম রেজাউল করিমের ( এম পি ) আর্শীবাদ নিয়ে জলাবাড়ী ইউনিয়নে খেদমত করতে চাই। সর্বশেষ তথ্য মতে জেলা ও উপজেলার বহু শীর্ষ নেতৃবৃন্দ সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারাও আজকের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা ও উপজেলার বহু গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, স্বরূপকাঠি উপজেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রী তাপস বরন মন্ডল ও শ্রী মানিক সরকার, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ। চমৎকার ও পরিপাটি পরিবেশের মধ্যে মত বিনিময় সভা সম্পন্ন হয়।
Leave a Reply