নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বন্ধর থানাধীন চরকাউয়া ইউনিয়নের চরকরনজী গ্রামের ৭নং ওয়ার্ডে দক্ষিণ চর করনজী এলাকার মৃত্যু আবু পুলিশের ঘড়ে ও গুচ্ছ গ্রাম আশ্রায়ন প্রকল্পে ও সেকেন্দার স্কুলে প্রকাশ্য দিবা লোকে জুয়ার আসরের মাধ্যমে বিক্রি হচ্ছে যুব সমাজ ধ্বংশকারী মরন নেশা ইয়াবা,গাঁজা। স্থানীয় ইউপি পরিষদ সদস্য গোলাম মাহাবুব জানান,এলাকার কতিপয় প্রভাবশালী নেতাদের ছেলেরা এর সাথে সম্পৃক্ত থাকার কারনে আমরা তাদের সাথে পেরে উঠতে পাছিনা। জানা গেছে উক্ত এলাকার আলিম সিকদারের ছেলে রিসাদ সিকদারের নেতৃত্বে চলছে ইয়াবা ও গাঁজার ব্যবসা। অন্যদিকে রাজ্জাক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার নেতৃত্বে চলে জুয়ার আসর। খোঁজ নিয়ে জানা গেছে চরকরনজী এলাকার নিম্ন আয়ের দিন মজুর পরিবারের সদস্যরা সংসারে খরচ না দিয়ে সেই আয়ের টাকা নিয়ে চলে যায় জুয়ার আসরে ফলে ঐ এলাকা প্রতিটি পরিবারে স্বামী-স্ত্রী’র মধ্যে কলহ লেগেই রয়েছে। এব্যাপারে বন্দর থানাধীন (ওসি) তদন্ত আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা তিনি বলেন, আমাদের কাছে আগে কেহ অভিযোগ করেনি। আমি এবিয়য়টি জরুরীভাবে দেখতেছি আমাদের এলাকায় কোন মাদক ক্ষ্যাবসায়ী ও জুয়া কারবারীদের ঠাই হবে না সে যেই হোক।
Leave a Reply