বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
বরিশালে ব্যারিষ্টার প্রমিথ আমিনূল পরশের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

বরিশালে ব্যারিষ্টার প্রমিথ আমিনূল পরশের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বাসভবনে ঢুকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিষ্টার প্রমিথ আমিনূল পরশকে হত্যার উদ্দেশ্যে শুক্রবার রাতে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে। ইউনুছ মিয়া নামের এক ভাড়াটিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসীরা বাসভবনে ঢুকে মালিকের পুত্রের ওপর এই বর্বর হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড লাগোয়া শাজাহান চৌধুরীর বাড়ির বাসিন্দা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক প্রফেসর ও সেভ হেলথ হসপিটাল ইনস্টিউিট’র চীফ কনসালটেন্ট ডা: এ.কে, এম আমিনুল হকের পুত্র ব্যারিষ্টার প্রমিথ আমিনূল পরশ। ডা: এ,কে, এম আমিনুল হকের পুত্রের ওপর সন্ত্রাসীর হামলার ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে হামলাকারীদের হোতা হিসেবে ব্রাউন কম্পাউন্ড’র মৃত: আলহাজ্ব নাজির আহমেদ এর পুত্র ভাড়াটিয়া ইউনুছ মিয়াকে চিহিৃত করা হয়। অপর হামলাকারীদের মধ্যে রয়েছে মো: নুরে আলম খোকন, নীরব হোসেন,বাকী, মো: তৌহিদুল ইসলাম, মো: রহমানসহ অজ্ঞাতনামা ১০/১২ জন।
সন্ত্রাসীর হামলার শিকার ব্যারিষ্টার প্রমিথ আমিনূল পরশ এর পিতা ডা: এ.কে, এম আমিনুল হক অভিযোগে বলেছেন, ২০১৮ সালের ২২ ফেব্রয়ারী শাজাহান চৌধুরীর বাড়ির স্বত্তাধিকারী ফজলে মাশরুর খানের কাছ থেকে এওয়াজ বদল করে কোতয়ালী থানাধীন সদর রোডস্থ জেএল নং ৪৯,খতিয়ান ১২১৪,দাগ নং ১২৬৭ এর হাবিব স্টোর,মধুবন ট্রেডার্স এবং মেটাল বাজার দোকান ও গোডাউনের এসএ,বিএস রেকর্ডের মালিক হয়ে সরকারি খাজনা পরিশোধ করে আসতেছি। ইউনুছ মিয়া ও বাকী পূববর্তী মালিক ফজলে মাশরুর খানের কাছ থেকে ২০১৪ সালের ১ ডিসেম্বর এক বছরের চুক্তি করে উপরোক্ত দোকান ঘর উচ্ছেদযোগ্য মাসিক ভাড়া নেয়। এবং চুক্তির মেয়ার শেষ হয়। উক্ত চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে কোন চুক্তিপত্র করেনি। আমি উল্লেখিত জমির মালিক হওয়ার পর হতে ইউনুছ, মো: নুরে আলম খোকন, নীরব হোসেন,বাকীকে নোটিশ প্রদান করলে তারা কোন দোকান ঘর খালি না করে জোরপূর্বক দখল করে আছে। আমি বিভিন্ন তারিখ ও সময়ে আমার মালিকাধীন দোকান ঘরে উপস্থিত হয়ে বহুতল দাল্ন তৈরি করার জন্য দোকান ঘর, গোউাউন ছেড়ে দেয়ার জন্য বললে ইউনুছসহ অন্যান্য আসামীরা ভাড়ায় সন্ত্রাসী এনে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করে আসছে। এজন্য এর আগে থানায় একটি সাধারন ডায়েরি করি। যার নং ১২৬৩,তারিখ : ২৩-১০-২০২০ ইং। এরইধারাবাহিকতায় ২৩ অক্টোবর সন্ধ্যায় ইউনুছের নেতৃত্বে আসামীরা রড, লাঠি-সোটাসহ সদর রোডস্থ শাজাহান চৌধুরীর বাড়িতে বেআইনি জনতাবদ্ধে উপস্থিত হয়ে আমার মালিকানাধীন সাইনবোর্ড ভাঙচুর করে নিয়ে যায়। পরবর্তীতে রাত ৮টার দিকে ওই আসামীরা ঘটনাস্থলে এসে আমাকে এবং আমার স্ত্রীকে উদ্দেশ্যে করে কূরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ কর। একইসঙ্গে আমাদেরকে বাসা থেকে নেমে যেতে বলে সন্ত্রাসীরা। এতে আমার ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিষ্টার প্রমিথ আমিনূল পরশ প্রতিবাদ করলে ইউনুছ ইট ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর দিকে অগ্রসর হয়। যার ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। ভাড়াটিয়া ইউনুছের হামলায় আমার পুত্র ব্যারিষ্টার প্রমিথ আমিনূল পরশ’র মাথার তালুর পিছনে আঘাত লাগে। অপর আসামীরা ইট ও লোহার রড দিয়ে আমার পুত্রের ডান পাশ্বের ঘারে এবং ডান হাতের বাহুসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ফাটা ও ফুলা জখম করে। এছাড়া অন্যান্য আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা আমার পুত্রের ওপর হামলা করে। একই সময়ে আসামীদের মধ্যে কেউ আমার পুত্রের পকেট থেকে তাঁর ব্যবহৃত আইফোন এক্স ম্যাক্স ( যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা) কেড়ে নেয়। হামলার সময়ে আমার পুত্রের ডাকচিৎকারে আমিসহ কয়েকজন ঘটনাস্থলে জড়ো হলে আসামীরা হুমকী প্রদর্শন করে প্রকাশ করে যে, ভবিষ্যাতে যদি আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে সেক্ষেত্রে আমাকে ও আমার পুত্রের প্রাণ কেড়ে নিবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com