নলছিটি প্রতিনিধি ॥ নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে শুক্রবার(২৩ অক্টোবর) রিপন হাওলাদার (৩০) নামের এক জেলেকে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত রিপন হাওলাদার উপজেলার দপদপিয়া এলাকার অস্থায়ী বাসিন্দা। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো. সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে দিনভর নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলার স্টিমারঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া উদ্ধারকৃত মাছ স্থানীয় ইয়াতিম শিশুদের মাঝে বিলি করা হয়েছে। অভিযানে আরও ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু জাফর ইলিয়াস, নলছিটি থানায় কর্মরত এসআই আবু হানিফ,এএসআই শাহ আলম,উপজেলা নির্বাহী অফিসারের নাজির নাজিম উদ্দিন খান,সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার এমএ কাইয়ুম।
Leave a Reply