নিজস্ব প্রতিবেদক ॥ দূর্গাৎসবের আজ ২৪আক্টোবর শনিবার ছিল মহাঅষ্টমী। এদিনের মূল আকর্ষণ থাকাার কথা কুমারী পূজা। বরিশাল নগরীর রামকৃষ্ঞ মন্দিরে অষ্টমী পূজা সকাল ৮টায় শুরু হয়। নগরীর সব মন্ডপে পুজা হলেও এই একটিতে কুমারী পুজা অনুষ্ঠিত হয় কিন্তু করোনা মহামারীর কারনে অনেক কিছুই সীমিত পরিসরে সাস্ব্যবিধী মেনে করা হচ্ছে ।তাই এবার বরিশালে কোনো আয়োজন করা হয়নি। শুধু অঞ্জলির মাধ্যমে শেষ হয়েছে এবারের আায়োজন। কুমারী পূজায় অংশ নিতে মহানগরীর কুমারী কন্যাদের ঢল নামে ওই মন্দিরে। সকাল থেকেই পূজা-অর্চনার জন্য অপেক্ষা করতে থাকে। পরে ৯টার কিছু আগে অঞ্জলি পূজা শুরু হলে কুমারী কন্যারা এতে অংশ নেয়।পূজার দেবীর আসনে বসানো হয়নি ক্উাকে। অনকেই আবার পরিবারের সকলকে নিয়ে এই পুজায় অংশ নেন।
Leave a Reply