নলছিটি প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের হেলথ্ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। এ উপলক্ষে নলছিটি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোর্শেদা লস্কর,মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার,প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার:) মো. সাখাওয়াত হোসেন। এছাড়া নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স এর দুজন ডাক্তার উপস্থিত মা ও তার সন্তানকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। বিতরনকৃত প্রতি প্যাকে ছিল মাস্ক,স্যাভলন ও একটি করে জীবানুনাশক সাবান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও শিক্ষক মো. আমির হোসেন,সার্বিক সহযোগিতায় সুপারভাইজার (মহিলা বিষয়ক কার্যালয়) মো. শাহিন মাহমুদ।
Leave a Reply