মঠবাড়িয়া প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কে.এম.লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় ব্যাপক অনিয়ম অব্যাবস্থাপনা, বিদ্যালয়ের অর্থ তসরুুপ , ক্ষমতা অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, শিক্ষক- অভিভাবকদের সাথে দুর্ব্যবহার সহ ২৫টি সুনির্দিষ্ট অনৈতিক কর্মকান্ড এবং ইচ্ছাকৃতভাবে শিক্ষক কর্মচারীদের স্কুল প্রদেয় ভাতাদি ১৯ মাস ধরে স্থগিত রাখার প্রতিবাদে তার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক, এবং শিক্ষক- কর্মচারীবৃন্দ ।অাজ রোববার (১ নভেম্বর) সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে সচেতন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি ও বিভোক্ষ মিছিল অনুষ্ঠিত হয়। এর অাগে গত ২৪ অক্টোবর ওই শিক্ষকের সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিার্থীসহ প্রায় সহাস্রাধিক লোক অংশ নেন । এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, রফিকুল ইসলাম জালাল , ফারুকুজ্জামান, আবুল বাশার মাতুব্বর, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, জায়েদা ইসলাম, এনামুল হক ও ইন্দিরা চৌধুরী প্রমুখ। বক্তারা, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে দুর্নীতিবাজ হিসেবে অাখ্যায়িত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার অপসারণের দাবি জানান এবং অবিলম্বে তাকে অপসারণ করা না হলে ১৫ দিনের অাল্টিমেটাম দিয়ে হরতাল সহ কঠিন কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধন শেষে পৌর শহরে বিক্ষোভ মিছিল সহকারে উপলেজা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) উর্মী ভৌমিক এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply