নিজস্ব প্রতিবেদক ॥ চাল-ডাল-তেল, আলু, চিনি সহ দৈনন্দিন জিনিসপত্রের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা দেশব্যপী প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি আজ বিকাল ৪টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এড. বিশ্বনাথ দাস মুন্সী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বরিশাল মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড বিমল মূখার্জী, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোসনা বেগম, বাংলাদেশে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সাবেক সহ-সভাপতি ছাত্রনেতা জাহানঙ্গীর আলম জামাল প্রমুখ। সভার সঞ্চালনা করেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সদস্য অধ্যাপক বিপ্লব দাস। সভায় বক্তারা পণ্য-দ্রব্যের এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সমালোচনা করেন এবং এ জন্য সরকারের ব্যর্থতা কে দায়ী করে। বক্তারা অবিলম্বে এসব অযৌক্তির বর্ধিত মূল্য হ্রাস করে যৌক্তিক মূল্য প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply