মো.অহিদ সাইফুল ॥ ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালীর বিধবা পঙ্গু শাহাবানু পেল নাভানা গ্রুপের মাসিক অর্থ সহায়তা। রাজাপুর প্রতিক্ষন নামের অনলাইন পেজে শাহাবানুকে নিয়ে করা সংবাদ নজরে আসে নাভানা গ্রুপের। নাভানা গ্রুপ পঙ্গু শাহাবানুকে প্রতি মাসে ৫হাজার টাকা অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর সাথে যোগাযোগ করেন । নাভানা গ্রুপ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে নাভানা গ্রুপ পঙ্গু বিধবা শাহাবানুকে প্রতি মাসে ৫ হাজার টাকা অর্থ সায়তা দিবেন।
উল্লেখ্যঃ ১ আগষ্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ উপজেলার পুটিয়াখালী গ্রামে শাহাবানুর বাড়ীতে গিয়ে তার হাতে নগদ ৫হাজার টাকা তুলে দেন এবং তাকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় “জমি আছে ঘর নাই” প্রধানমন্ত্রীর পক্ষ্যে ঘর করে দেয়ার ঘোষনা দেন। ঐ সংবাদ রাজাপুর প্রতিক্ষন নামের অনলাইন পেজে প্রচার হয়। প্রচার হওয়া সংবাদটি নাভানা গ্রুপের নজরে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় বিধবা পঙ্গু শাহাবানুকে প্রতি মাসে ৫ হাজা টাকা অনুদান দিবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার জানান, অসহায়ত্বের কথা শুনে আমরা সরেজমিন পরিদর্শন করে জানতে পারি শাহাবানুর একমাত্র সন্তান শাহজাহান তার মায়ের কোনো খোজ খবর নেয়না।আমরা নগদ ৫হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছি এবং প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় “জমি আছে ঘর নাই”ঘর করে দিচ্ছি। নাভানা গ্রুপ আমাকে জানিয়েছেন, প্রতি মাসে শাহাবানুকে ৫হাজার টাকা অর্থ সহায়তা দিবে। নির্বাহী কর্মকর্তা আরো জানান,সরকারী সহায়তার পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও ধন্যাঢ্য ব্যক্তিরা অসহায়দের সহায়তায় এগিয়ে এলে আমাদের সমাজে কোনো অসহায় মানুষ থাকবেনা। তিনি ধন্যাঢ্যব্যক্তিদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বায়ন জানিয়েছেন।
Leave a Reply