এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ টান টান উত্তেজনা বিরাজ করছে স্বরূপকাঠি উপজেলার মধ্যে ৭ নং গুয়ারেখা ইউনিয়নে। আগাম নির্বাচনের হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে এলাকার বেশীরভাগ চায়ের দোকান সহ বিভিন্ন জায়গায়। প্রতিবারের ন্যায় এবারও পরিবর্তন চায় সমগ্র ইউনিয়নবাসী। তবে বিগত সময়ে সাবেক এম. পি. বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম আউয়াল মহোদয়ের সময়ে গুয়ারেখা ইউনিয়নের মধ্যে নৌকার টিকেট পাওয়া নিয়ে চরম বিতর্কিত পরিবেশ সৃষ্টি হয়েছিল। যোগ্যতার মাপকাঠি দিয়ে নৌকার টিকেট দেওয়া হয়নি বিধায় সরকার দলীয় লোকজনের মনে চাপা ক্ষোভ ছিলো । মাঝখানে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার সন্মান নিয়ে ছিনিমিনি খেলা হয় বলে এলাকার বেশীরভাগ লোকজন গণ মাধ্যম কর্মীদের জানান। তবে এবার সেই ধারা থেকে বের হতে চাচ্ছে গুয়ারেখা ইউনিয়নের সন্মানিত ভোটাররা। নৌকার কারনে বর্তমান চেয়ারম্যান বাবু শুভ্রত ঠাকুর কে ভোট দিয়ে জয় যুক্ত করেন। কিন্তু গত কয়েক বছর যাবত বর্তমান চেয়ারম্যান সাধারণ মানুষের আশা আকাঙ্খা পূরণে শতভাগ ব্যার্থ বলে কয়েক শতাধিক মুসলিম ও হিন্দু ভোটাররা মিডিয়াকে ক্ষোভের সাথে জানান। আর সেই সূত্র ধরেই এলাকার বেশীরভাগ শীর্ষ নেতাসহ সুশীল সমাজের লোকজন ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরিবর্তনের আশায় আগাম নির্বাচন শুরু করে দিয়েছে যত্রতত্র ভাবে। সাধারণ মানুষ আগে ভাগেই আটঘাট বেধে নেমেছে বিভিন্ন জায়গায়। সকলের মুখে একটি শ্লোগান ” পুরনো চেয়ারম্যান নয় বরং নতুন হবে ইউনিয়ন পরিষদের কান্ডারী “। আর কে সেই চমকের নুতন মুখ। চারিদিকে জোরেশোরে আলোচনা হচ্ছে গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে। কে পাচ্ছেন নৌকার চূড়ান্ত টিকিট ? কে বসবেন ইউনিয়ন পরিষদের মসনদে।
আর এ ব্যাপারে সকল জল্পনা কল্পনার সাথে সাথে আলোচনায় আছেন ৭ নং গুয়ারেখা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার। সন্মানিত ভোটাররা পরিবর্তনের আশায় বিগত দিনের কর্মকান্ডে খুশী হয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদারকে নিয়ে নুতন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। দলমত নির্বিশেষে হিন্দু-মুসলিম ভোটাররা বেশির ভাগ লোকজন পরিবর্তনের আশায় একজোট হয়ে রাজনীতির মাঠে নেমেছে। যোগ্যতার মাপকাঠি দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্মানে নৌকার টিকেট পাওয়ার যোগ্য দাবিদার মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার। এলাকার বেশীরভাগ মানুষ গণমাধ্যম কর্মীদের জানান, মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার এক কথায় সুন্দর ও চমৎকার মানুষ। সমগ্র পরিবার হলো সুশিক্ষায় শিক্ষিত। রাজনীতির পাশাপাশি উপজেলার মধ্যে একজন পাকাপোক্ত প্রথম শ্রেণির ঠিকাদার। রাজবাড়ী ডিগ্রি কলেজে তিন তিন বার বিদ্যুৎসাহী হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এগারোগ্রাম স্কুলেও একবার বিদ্যুৎসাহী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও নিজস্ব অর্থায়নে এলাকার স্বার্থে বহু রাস্তাঘাট নির্মাণ সহ চার পুলের সংস্করণ করে আসছে । এদিকে বহু হিন্দু ভোটাররা মিডিয়াকে জানান, গত করোনার দুঃসময়ে সরকারের পাশাপাশি বিকল্প হিসাবে বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার নিজস্ব তহবিল থেকে আর্তমানবতার কল্যাণে এগিয়ে আসেন। হত দরিদ্র পরিবারের জন্য সাহায্য সহযোগিতা করে ইতিমধ্যে একটা সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র। তবে ভিন্ন কথা বলেন বরতকাঠীর বহু লোকজন। তারা অকপটে স্বীকার করেন বর্তমান চেয়ারম্যান শুভ্রত ঠাকুরের চেয়ে শতভাগ যোগ্য উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার। তবে বাটনাতলার বেশ কিছু চায়ের দোকানদারা গণ মাধ্যম কর্মীদের জানান, বর্তমান চেয়ারম্যান অত্যন্ত নিরীহ স্বভাবের তবে গত ১৫ বছরে এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া নেই শুভ্রত ঠাকুরের আমলে। তাই আমরা সহ বেশির ভাগ লোকজন সাহসী পদক্ষেপ নেওয়ার মত যোগ্য নেতৃত্ব দেওয়া উন্নয়ন করার মত যোগ্য প্রার্থী চান।অসীম সাহসীকতার পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদে বসবেন সকলের ভালোবাসা নিয়ে। আমরা এমন একজন পাকাপোক্ত ও যোগ্য প্রার্থী চাই যে চেয়ারম্যান হওয়ার পর শালিসি বৈঠকে প্রকৃত অপরাধীর কঠিন শাস্তির বিধান করতে পারবে। ইউনিয়নের সমস্যা পরিষদে বসে সমস্যার সমাধান করে ফেলতে হবে আর আমরা সেই ধরনের যোগ্য প্রার্থী চাই পরিবর্তনের আশা নিয়ে।সব মিলিয়ে চারিদিকে রব উঠেছে নুতন প্রজন্মের ভোটার সহ প্রবীণ ভোটারদের মধ্যে। সকলের প্রাণের দাবি, সাহসী, সৎ ও মার্জনীয় উন্নয়ন করতে সক্ষম এমন একজন প্রার্থী দরকার। আর সেই বিবেচনায় বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার যোগ্য প্রার্থী বলে মনে করেন।
এদিকে সময়ের আলোচিত ও বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদারের সাথে কথা হয় জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের সাথে। একান্ত আলাপ চারিতায় বলেন, আমি বরাবরই মানবতার সেবায় নিয়োজিত। এলাকার স্বার্থে আমি বরাবরই নিবেদিত প্রাণ। আর এক প্রশ্নের জবাবে জানান, আমি নৌকার টিকেট পাওয়ার জন্য যোগ্য দাবিদার। ইউনিয়নবাসীরা আমাকে ভালোবাসে এবং সেই ভালবাসার টানে নৌকার টিকেট পেয়ে আমি ইউনিয়নবাসীদের একটা রোল মডেলে পরিনত করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্শীবাদে নৌকার টিকেট নিয়ে গুয়ারেখা ইউনিয়নবাসীদের খেদমত করবো সকলের আর্শীবাদ নিয়ে।
Leave a Reply