দখিনের খবর ডেস্ক ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম। গনপ্রজাতন্ত্রী বাংলােদশ সরকার এর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর উপসচিব নাজমা শেখ এর স্বাক্ষরিত ০১ নভেম্বর ২০২০ ইং তারিখের ৩৮,০০,০০০০,০০৮,২৩,০০৪,২০-৩৭৮ নং স্নারক এর মাধ্যমে উক্ত তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং -৩৮,০১,০০০০,১০৭,২৩,০০৪,১৯,১৪৫২, তারিখঃ ০৯/০৯/২০২০ এর পরিপ্রেক্ষিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরেপড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয় পরিচালনা কমিটির এবং অভিভাবকদের সাথে মতবিনিময়, বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মাণসহ নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা’ একের পর এক বাস্তবায়ন করে চলেছেন তিনি। ফলে শিক্ষার্থীদের ঝরে পরার হার কমে আসার পাশাপাশি শিক্ষাথীরা বিদ্যালয়মুখি হয়েছে। এছাড়াও নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ে অসামান্য অবদান রাখায় তাঁকে এই পদকে ভূষিত করা হয় । হিংসা,বিদ্বেষবিমূখ একজন সৃজনশীল আতœপ্রত্যয়ী মানুষ হিসেবে মিরাজুল ইসলাম সর্ব মহলে সুনাম অর্জন করে চলেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ভা-ারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। বাংলাদেশের ৪৯২ টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর নাম ঘোষনায় উপজেলাবাসী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা পোস্ট করেছেন।
Leave a Reply