ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে গাছের আমলকি পারা নিয়ে কোপাকুপির ঘটনায় দুইজন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিন তারাবুনিয়া হালদার খালি হাওলাদার বাড়িতে ঘটেছে।
গুরুত্বর আহত ইয়াসমিন আক্তার জানায়,শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে তার বাবার বাড়ি দক্ষিন তারাবুনিয়া হাওলাদার বাড়ির মৃত নাজেম আলি মুন্সির ঘরের পাশে মনির কাজির ঘরের উপর আমলকির গাছ থেকে তার ছেলে নেয়ামত উল্লাহ আমলকির পারতে গেলে উক্ত আমলকি পারা কে কেন্দ্র করে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। এসময় মনির কাজি,তার ছেলে মুন্না কাজি,ভাই জাকির কাজি ও স্ত্রী চিনু আক্তার মিলে ইয়াসমিনের উপর আক্রমণ চালায় ও লোহার সাপল দিয়ে আঘাত করলে ইয়াসমিনের বাম হাতের কনুর উপরে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তার ছোট শিশুটিকেও রেহাই দেয়নি পাষন্ডরা। রক্তাক্ত অবস্থায় ইয়াসমিন তার চার সন্তানকে নিয়ে রাজাপুর হাসপাতালে যাওয়ার সময় মনির কাজির লোকজন তাদের পথ রোধ করে রাখেন। এরপর স্থানীয়দের সহায়তায় একটি টেম্পোতে করে রাজাপুর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করলে তাদের লোকজনের ভয়ে ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে গুরুত্বর আহত ইয়াসমিন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
Leave a Reply