নিজস্ব প্রতিবেদক ॥ খ্রিষ্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের কবি হেনরী স্বপনসহ তিনজনের জামিন দিয়েছেন আদালত। রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালত জামিনের এই আদেশ দেন। অন্য দুজন হলেন, আলফ্রেড সরকার, জুয়েল সরকার। সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন। এসময় মামলাটির অভিযোগ গঠন শুনানি জন্য আগামী বছরের ২২ এপ্রিল দিন ধার্য করেন আদালত। এদিকে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ আল মামুন আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০১৯ সালের ১৬ মে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৫ মে বরিশাল কাথলিক চার্চের ধর্ম যাজক ফাদার লাকাভালিয়ের গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরি স্বপনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন।
Leave a Reply