নিজস্ব প্রতিবেদক ॥ এবার বরিশাল নগরীর নথুল্লাবাদ কস্তুরী রেস্তোরাঁয় গরুর মাংসের মধ্যে রক্ত মিশ্রিত পলিথিন পাওয়া গেছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কস্তুরী রেস্তোরাঁয় ঘটেছে। ভুক্তভোগী ক্রেতা নগরীর কাটপট্টি রোডের একটি ই্লকেট্রনিক্স দোকানের মালিক জিয়াউল ইসলাম শুভ বলেন, দুপুরে সহকর্মী রাজিবকে সঙ্গে নিয়ে কস্তুরী রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় তারা অন্যান্য খাবারের সঙ্গে ২ বাটি গরুর মাংসের অর্ডার করেন। ওই গরুর মাংসের মধ্যে রক্ত মিশ্রিত পলিথিন দেখতে পান। এদিকে তার সাথে থাকা রাজিব জানান, দুপুর ২টার দিকে তারা খাবার খাওয়ার জন্য কস্তুরীতে প্রবেশ করেন। অন্যান্য খাবারের সাথে গরুর মাংসের অর্ডার করেন। পরে তারা দেখতে পান হোটেল থেকে পরিবেশন করা গরুর মাংসের মধ্যে রক্ত মিশ্রিত পলিথিন। এ ব্যাপারে আমরা জাতীয় ভোক্তা অধিকারে অভিযোগ করবো। অপরদিকে গরুর মাংসের মধ্যে রক্ত মিশ্রিত পলিথিন পাওয়ার ঘটনায় হোটেলে থাকা অন্যান্য ক্রেতাদের মধ্যে ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হয়। এ ব্যাপারে প্রতিবেদককে ম্যানেজের চেষ্টায় ব্যার্থ হয়ে কস্তুরী রেস্তোরাঁর মালিক আমিরুল মুন্সি বলেন, আমি হোটেলে ছিলাম না। পরে ম্যানেজারের কাছে শুনেছি। অসাবধানতার কারণে এমন ভুল হয়েছে। এরআগেও কস্তুরী রেস্তোরাঁর বিরুদ্ধে বাশিপচা খাবার বিক্রিসহ নানান অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন একাধিক ক্রেতা।
Leave a Reply