রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলা কারাগারে রাজাপুরের ফয়জুল ইসলাম কুট্রি মৃধা হত্যা মামলার আসামি কারাগারে থাকা ইমরান হোসেন একরাম(২৯)এর মৃত্যু হয়েছে।একরাম উপজেলার মনোহরপুর এলাকার আবুল বাশার হাওলাদার ছেলে। রোববার (৮ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একরাম।একরাম গত ০৫ অক্টোবর ২০১৭ তারিখ থেকে ঝালকাঠি কারাগারে জেলা জজ আদালতে বিচারাধীন হত্যা মামলায় আটক ছিলেন।
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র এলাকায় মাদকসেবনে বাঁধা এবং স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন বারবাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ফয়জুল ইসলাম ওরফে কুট্রি মৃধা (৪৮)। এই ঘটনার জের ধরে কুট্রি মৃধাকে গত ২৭ সেপ্টেম্বর ২০১৭ রাজাপুর মহিলা কলেজ এলাকায় বেলা ১১টার দিকে সেলুনে চুল কাটার সময় ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেছিলেন একরাম। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা আহত কুট্রি মৃধাকে। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। নিহত কুট্টি মৃধা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র এলাকার বাসিন্দা মনোহরপুর গ্রামের মুক্তিযোদ্ধা প্রয়াত আফতু মৃধার ছেলে। হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইমরান হোসেন একরামকে খুলনার পাইকগাছার জেরবুনিয়া গ্রাম থেকে আটক করে রাজাপুর থানা পুলিশ।
Leave a Reply