কাঠালিয়া প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঠালিয়ার তারাবুনিয়ায় কাটা খালের ব্রীজটি ট্রলারের ধাক্কায় বিধ্বস্ত হওয়ায় ঐ এলাকার ছয়টি গ্রামের মানুষের চলাচলে মাত্মাক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত পাঁচদিন পূর্বে (৪ নভেম্বর) বালুভর্তি একটি ট্রলারের ধাক্কায় ব্রীজটি মাঝখান থেকে ভেঙ্গে পড়ে। ফলে ৬টি গ্রামের মানুষের চলাচল বন্ধ রয়েছে। উল্লেখ্য যে, এ ব্রীজ পার হয়ে তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. সেকান্দার হায়াত খান কলেজ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ, ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসা, মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, দত্তের পশারীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঐহিত্যবাহী ঘোষেরহাট বাজারে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুদের চলাচল বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজনে অনেকে নৌকায় পার হয়ে যাতায়াত করছে। চরম এ জনদুর্ভোগে এলাকাবাসী ক্ষুব্ধ। স্থানীয় অনেকে জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। ভেঙ্গে যাওয়ার পড়েও তাদের তেমন কোনো উদ্যোগ নেই। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান শিশির দাস জানান, সেতুটি এলজিইডির আওতাধীন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক জানান, ব্রীজ ভেঙ্গে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ব্রীজে আঘাত করা ট্রলারটি পুলিশ আটক করেছে। তবে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেছেন ভিন্ন কথা, তিনি জানান, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই বা থানা পুলিশ কোনো জাহাজ আটক করেনি’।
Leave a Reply