আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলীতে স্বামীকে মাদক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে দোকান ঘর দখল করে নেয়ার অভিযোগে রবিবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন আমতলী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জান্নাতুল ফেদৌসের স্ত্রী মোসা: ফাতেমা আক্তার কলি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালে আমতলী ইউএনও অফিসের সামনে আমার স্বামী সাবেক পৌর কাউন্সিলর মোঃ জান্নাতুল ফেরদৌস ব্যবসার জন্য জমি চেয়ে বরগুনা জেলা পরিষদে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদ সোয়া শতাংশ জমি বরাদ্দ দেয়। ওই জমিতে ঘর তুলে ব্যবসা করে আসছিল আমার স্বামী ফেরদৌস।গত দুই মাস পূর্বে বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা ওই ঘর দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। গত ২৬ অক্টোবর পরিকল্পিতভাবে জেলা পরিষদ সদস্য তার লোকজন দিয়ে আমার স্বামীর পকেটে ইয়াবা ঢুকিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
এই সুযোগে গত শুক্রবার প্রকাশ্যে দিবালোকে বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা ও তার ফুফাতো ভাই সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধ-শতাধিক লোকজন নিয়ে দোকান ঘর ভেঙ্গে দখল করে নেন এবং দোকান ঘরের সমুদয় মালামালা লুট করে নিয়ে যায়। পরে ওই জমিতে জেলা পরিষদ সদস্য তার লোকজন দিয়ে নতুন ঘরের নির্মাণ কাজ শুরু করেন। নিরুপায় হয়ে আমি আমতলী থানায় জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা ও তার ভাই সোহাগ প্যাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। কিন্তু অজ্ঞাত কারনে জেলা পরিষদ সদস্য ঘরের নির্মাণ কাজ বন্ধ করেনি। তিনি আরো বলেন, আমি ঘর তোলায় বাঁধা দিলে তার লোকজন আমাকে জীবন নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। আমি আমার ছেলে সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি। জেলা পরিষদ সদস্য ও তার লোকজনের ভয়ে আমি ঠিকমত চলাফেরা করতে পারছি না। জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা ও তার ভাইকে গ্রেফতার করে জমি ফিরিয়ে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস’র ভাই হাসান মৃধা ও তার পাঁচ বছরের শিশু পুত্র নিশকাত। এ বিষয়ে বরগুনা জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, যার নামে বরগুনা জেলা পরিষদ জমি বন্দেবস্ত দিয়েছে তিনিই ঘর তুলছেন। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত জমির মালিককে জমি বুঝিয়ে দেয়া হবে।
Leave a Reply