বরগুনা প্রতিনিধি ॥ বরগুনা নিশানবাডীয়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী অটো-ইজিবাইক-থ্রীহুইলার চলাচলে বরগুনা বাস মালিক গ্রুপের সন্ত্রাসী-লাঠিয়াল বাহিনীর বাধাঁ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান ধর্মঘাট করেছে অটো-ইজিবাইক-থ্রি হুইলার পরিবাহন শ্রমিক ইউনিয়ন। বরগুনা টু নিশানবাড়িয়ার প্রধান সড়কের চৌমুহনী স্টেশনের সড়কে শ্রমিকদের স্ত্রী ও সন্তান নিয়ে অবস্থান ধর্মঘটে নেমেছেন। সকাল ১০ টা থেকে এ অবস্থান ধর্মঘাট শুরু করেন তারা। এ সময় তারা বলেন, দীর্ঘদিন যাবৎ বরগুনা টু নিশানবাডীয়া রোডে বাস মালিকদের সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন জায়গায় অটো ইজি বাইক ও থ্রি হুইলার থামিয়ে যাত্রীদের নামিয়ে লাঠিসোটা দিয়ে মারধর করেন এবং অটোরিকশা-ইজিবাইক গাড়ী গুলো পিটিয়ে ভেঙ্গে গুড়ো গুড়ো করে দেয়। বাস মালিকদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে চাই। অটোরিকশা-ইজিবাইক থ্রি হুইলার চালিয়ে ছেলে মেয়েদের কে নিয়ে দুমুঠো খেতে পারে এমনটা দাবি করেন প্রশাসনের কাছে তারা।
Leave a Reply