নিজস্ব প্রতিবেদক ॥ শীতে করোনার প্রকোপ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম বাস্তবায়নে বরিশাল নগরীতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় ১১জন পথচারীকে ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। অপরদিকে নগরীর বটতলা এলাকায় অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং আব্দুল হাইয়ের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় নগরীর চকবাজার, সদর রোড, বটতলা বাজার ও বাংলাবাজার এলাকায় মাস্কবিহীন ১১ ব্যক্তিকে ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন। এছাড়া রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা এলাকায় অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply