স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতার নাম ব্যবহার করে অনৈতিক কর্মকা- করে বেড়ানো দুইজনকে কালো তালিকাভূক্ত করেছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব। বির্তকিত ও কথিত দুই সাংবাদিক হলেন আসাদুজ্জামান আসাদ ও হাসিবুল ইসলাম। বিগত ৬ নভেম্বর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্ধারিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
উপস্থিত নেতৃবৃন্দ বির্তকিত আসাদুজ্জামান আসাদ ও হাসিবুল ইসলাম সাংবাদিকতার নাম ব্যবহার করে বরিশাল নগরীসহ আশেপাশের এলাকায় মানুষকে জিম্মি করে ফায়দা লাভ করেন, সাংবাদিক পেশাকে কলুষিত করে বেড়াচ্ছেন এবং এমন কর্মকান্ড করছেন যাতে সাংবাদিক সমাজের প্রতি বিরাগভাজন হয় সাধারণ মানুষ। এসব কারনেই আসাদ ও হাসিবকে কালো তালিকাভূক্ত করা হয়।
Leave a Reply