নিজস্ব প্রতিবেদক ॥ জনগনের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বরিশালে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন বাসের মাস্কবিহীন ৮জন যাত্রীকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে মাস্কবিহীন যাত্রীদের মাঝে মাস্ক বিতরন এবং করোনার প্রকোপ থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।
Leave a Reply