গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের সেজো ভাই মো.শাহনেওয়াজ খান ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পোনে তিনটায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৭) বছর। তিনি তিন ভাই ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিকের ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপিসহ কেন্দ্রীয় আরও অনেক নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে- আ’লীগ নেতার মাতা গত জুন মাসে ইন্তেকাল করেন। গত ৩ নভেম্বর বোন ইন্তেকাল করেছে। মাতার শোক কাটতে না কাটতেই বোনে শোক নেমে আসে এই নেতার পরিবারে। বোনের মৃত্যুর ১০দিনের মাথায় অকাল মৃত্যু হয় ভাই শাহনেওয়াজ খানের। শাহনেওয়াজ খান দুদিন আগে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শুক্রবার রাত ৩.৪৫ মি: দিকে চিকিৎসাধীন অবস্থার শাহনেওয়াজ খান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে আরও জানাযায়- শুক্রবার জুমাবাদ ঝালকাঠি ঈদগাঁহ ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তার মায়ের পাশে সমাহিত করা হয়।
জেল আ’লীগ নেতা পনিরের ভাইয়ের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য গোলাম রাব্বানী চিনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক নেতা ও তিতাস গ্যাস এর পরিচালক মো.মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক তরুন কর্মকার,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,নুরুল আমিন খান সুরুজ,জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির,মো.কামাল শরীফ,উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদা,সম্পাদক হাফিজ আল মাহমুদ, যুবলীগ নেতা মো.ছবির হোসেন,কাওছার হোসেন মায়েজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply