নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর ভেদুরিয়া গ্রামের নদীর পাড়ের পাওয়ার চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে দুই শ্রমিককে কারাদ- এবং দুটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দ-প্রাপ্তরা হলো: ওই এলাকার আফসু মিয়া (৩০) এবং কুদ্দুস মিয়া (৩২)। দ- ঘোষণার পরপরই তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, পাওয়ার চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার খবর পেয়ে র্যাবের সহযোগিতায় সেখানে অভিযান চালায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ওই দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় মনুষ্যবিহীন দুটি ড্রেজার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক দুই শ্রমিককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়ে কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply