নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকায় বাঁশ বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। গৌরনদী মডেল থানার (ওসি) আফজাল হোসেন জানান, দুপুরে বিল্বগ্রাম এলাকায় একটি বাঁশ বাগানে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাথরঘাটায় গায়ে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
বরগুনা প্রতিবেদক ্্ বরগুনার পাথরঘাটা উপজেলায় মানসুরা বেগম (৩৫) নামে এক নারী নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যাচেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দগ্ধ অবস্থায় ওই তিন সন্তানের জননীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে ওই উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মানসুরা বেগম ওই গ্রামের মানিক খানের স্ত্রী। ওই নারীর আত্মীয় মো. সোলায়মান জানান, মানসুরা বেগমের ছোট ছেলে জুনায়েদ শনিবার সকালে মাদ্রাসায় না যাওয়ায় তার বাবা মানিক রাগারাগি করেন। এতে রাগের বশে তিনি শয়ন কক্ষে দরজা আটকে নিজের শরীরের আগুন ধরিয়ে দেন। এ সময় তার শিশু জুনায়েদের চিৎকারে তার বাবাসহ অন্যান্যরা এগিয়ে এসে জানালা ভেঙে ওই কক্ষে ঢুকে তাকে উদ্ধার করে। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। আগুনে মানসুরার বুকের একাংশ পুড়ে গেছে এবং তার যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। এদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানিয়েছেন এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply