নিজস্ব প্রতিবেদক ॥ আদালতের নির্দেশ অমান্য করে বরিশাল সদর উপজেলা বন্দর থানার আওতাধীন চরকাউয়া ইউনিয়নে চর আইচা গ্রামে একটি চক্র জমি দখলের চেষ্টা করছে। স্থানীয় কিছু ভূমিদস্যু চক্রের লোকজন ওই জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মাওলানা আব্দুল মালেকের অভিযোগ, সদর উপজেলা দক্ষিণ চর আইচা মৌজার বি, এস ২০৫২ ও ২৩৪৮ নং খতিয়ান খুলিয়া, ডি. পি ৬২২ এবং ৩১২৬ ও ৩৩৩৮ নং দাগের ৪২ শতাংশ জমি ক্রয় সূত্রে তারা মালিক। ওই জমি ২৫ বছর ধরে ভোগদখল করে আসছি। দখলকৃত জমিতে ১৬/১০/২০২০ তারিখে অবৈধভাবে দখল নিতে আসে এলাকার ভূমিদস্যুরা তারা ভলে বলিয়ন। আমার ক্রয় করা জমি চর আইচা এলাকার ভূমিদস্যু মোঃ সজিব বাহিনীর লোকেরা দখলের চেষ্টা করেন।
সজিব ও তার লোকজন যাতে এই জমি দখল করতে না পারেন সেজন্য মাওলানা আব্দুল মালেক বরিশাল বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ২/১১/২০২০ তারিখে চিরস্থায়ী নিষেধাজ্ঞা একটি মামলা করেন। মামলায় মোঃ নাছির উদ্দিন খার ছেলে মোঃ সজিব খা, আঃ আজিজ খার ছেলে মোঃ নাছির উদ্দিন খা, মৃতঃ আমজেদ আলী খার ছেলে মোঃ দুলাল খা, মোঃ চাঁন মিয়া, মোঃ সুমন, মোসাঃ জান্নাতুল ফেরদৌস, মোসাঃ জাকিয়া পারভীন, মোসাঃ শিউলি বেগম পলি পিতা মৃতঃ আঃ রশিদ খা, মৃত মোহাম্মদ আলী খার সন্তান মোঃ মাহাবুব খা, মোঃ তরিকুল ইসলাম মিলন, মোসাঃ শিউলি বেগম, মোসাঃ রুমা বেগম, মোসাঃ আছমা বেগম, মোসাঃ নাজমা বেগম, মাসাঃ মনি বেগমসহ সকলের উপর ওই নিষেধাজ্ঞা জাড়ি করা হয়। আদালতে রায় না পাওয়া পযন্ত ওই জমিতে বিরোধী পক্ষকে সকল প্রকার জামেলা থেকে বিরথাকার জন্য বলা হয়েছে। আদালতের নিদের্শের পরও সজিব বাহিনীর লোক জনে ১২ নভেম্বর জমিদখলের চেষ্টা করেন। এই ঘটনার বাধীপক্ষ ১৩ নভেম্বর ৭ ধারা একটি মামলা করেন। অভিযোগ করেন, মামলা আদালতে চলাকালীন সময়ে অবস্থায় সজিব স্থানীয় প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্রকে জমি দখলের পাঁয়তারা করছে। এ বিষয়ে সজিবের কাছে জানতে চাইলে বলেন, আমি আদালতে নৌটিশ পেয়েছি কিন্তু তাতে কি লেখা আছে আমি পরিনি। তিনি বলেন, আদালতে নিষেধাজ্ঞা দিয়ে থাকলে সেখানে আমাদের যাওয়া ঠিক না। তবে আমি আদেশে কি লেখা আছে পড়ে আপনাকে জানাবো। কিন্তু সে আদেশ তোয়াক্কা না করেই পরেরদিন ধান কেটে নেয়।
Leave a Reply